এই মুহূর্তে উরফির আরো একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। খুব সম্ভবত উরফির এই নতুন লুক ‘টু মাচ’এর প্রোমোশনের সূত্রেই ছিল। অবশ্য সেকথা সাম্প্রতিক ঝলকটি দেখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এদিন অভিনেত্রীকে ‘টু মাচ’এর সমস্ত ধরনের স্ন্যাক্সের প্যাকেট দিয়েই নিজের পোশাক বানিয়ে পরতে দেখা গিয়েছে। এই স্ন্যাক্সের নিয়েও একাধিক কথাও বলতে শোনা গিয়েছে তাকে। তবে এই এই মুহূর্তে উরফির আরো একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। খুব সম্ভবত উরফির এই নতুন লুক ‘টু মাচ’এর প্রোমোশনের সূত্রেই ছিল। অবশ্য সেকথা সাম্প্রতিক ঝলকটি দেখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এদিন অভিনেত্রীকে ‘টু মাচ’এর সমস্ত ধরনের স্ন্যাক্সের প্যাকেট দিয়েই নিজের পোশাক বানিয়ে পরতে দেখা গিয়েছে। তবে এই স্ন্যাক্সের প্যাকেট দিয়ে তৈরি তার এই নতুন ধরনের পোশাক দেখে হতবাক অনেকেই। অবাক করেছেন পাপারাজিৎদেরও। আপাতত, উরফি নিজের এই ঝলকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন একাংশের।
‘যেন চলন্ত খাবারের দোকান’, স্ন্যাকসের প্যাকেট দিয়ে জামা বানালেন অভিনেত্রী উরফি জাভেদ
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন