সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি কালো ফুলস্লিভ পোশাকে দেখা গিয়েছে। তার এই গোটা পোশাকটি তার দিয়েই জুড়ে নিয়েছিলেন তিনি। এই পোশাকটি পড়তে অভিনেত্রীর বেশ কষ্ট হয়েছে, সেকথা নিজেই ছবি শেয়ার করে জানিয়েছেন সকলকে। তবে শুধুমাত্র স্টাইল স্টেটমেন্টের জন্যই এই পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি কেড়েছেন সকলের নজরও। এদিন হালকা মেকাপে ও মানানসই পার্পেল হাই হিলে ছিলেন তিনি। এদিন এই পোশাকেই হাজির হয়েছিলেন ঘনিষ্ঠমহলের পার্টিতে, যার ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের স্টোরিতে।
Urfi Javed- তার দিয়েই জুড়ে নিলেন পোশাক, স্টাইল করতে কষ্ট করলেন অভিনেত্রী
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন