Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed: বুক খোলা পোশাকে ভরা যৌবন, ‘ব্রা’ ছাড়াই অ্যাওয়ার্ড শো-তে হাজির উরফি

বিগ বস ওটিটি থেকে সিলভার স্ক্রীনে নিজে একটা বেশ ভালোমতো পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এর জন্য মাঝে মধ্যেই আমরা তাকে বি-টাউনের চর্চায় দেখতে পাই।…

Avatar

বিগ বস ওটিটি থেকে সিলভার স্ক্রীনে নিজে একটা বেশ ভালোমতো পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এর জন্য মাঝে মধ্যেই আমরা তাকে বি-টাউনের চর্চায় দেখতে পাই। তা খোলামেলা পোশাকের থেকে শরীর দেখিয়ে তিনি এর আগেও নানান বিতর্কের সম্মুখীন হয়েছেন। কিন্তু এই সমস্তকে খুব একটা বেশি পাত্তা দিতে তিনি চান না। বরং সমস্ত সমালোচনাকে ছুড়ে ফেলে দিয়ে তিনি নিজের জীবনে এগিয়ে যেতে চান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি মাঝেমধ্যেই ধরা দেন নিজের বোল্ড অবতারে। পুরুষের মন ঘায়েল করা তার কাছে খুবই সহজ। এর আগেও তার পোশাক বিভ্রাট হয়েছে বটে, কিন্তু সমস্ত পোশাকেই তিনি নিজেকে দারুণভাবে মানিয়ে গুছিয়ে নেন। অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে মিউজিক ভিডিও, সব জায়গাতেই উরফি জাভেদ তার স্টাইল স্টেটমেন্ট দেখিয়ে সকলকে মোহিত করে রাখেন।

সম্প্রতি আমরা থেকে দেখতে পেলাম দা মুম্বাই আচিভার্স অ্যাওয়ার্ড এর মঞ্চে। তবে এই অনুষ্ঠানের মঞ্চেও তিনি বিতর্কিত নিজের পোশাকের জন্য। গোলাপি রঙের গ্লিটারি থাই স্লিট শর্ট স্কার্ট এবং বুক খোলা টপ পরে তিনি হাজির দর্শকদের সামনে। বুধবার রাতে মায়ানগরীর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার পোশাক দেখে রীতিমতো হা হয়ে গিয়েছেন জনতা। সেখানে যে টপ তিনি পরে এসেছেন, তা সামনের দিক থেকে অনেকখানি খোলা, বস্তুতই তার বক্ষ যুগল স্পষ্ট বেরিয়ে আসছে।

ছবিতে উরফির এরকম এরকম অবতার দেখে চমকে গিয়েছেন সকলে। ছবির নিচে কমেন্টের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করেছেন, ‘এমন খোলা পোশাক কে পরে?’ আবার অন্য আরেকজনের মতামত, ‘এদের কোন কান্ডজ্ঞান নেই, যা খুশি পড়ে একটা চলে গেলেই হল।’ তবে ট্রোলার এবং সমালোচক নেটিজেনদের কমেন্টে খুব একটা পাত্তা দিতে চান না উর্ফি।

About Author