Urfi Javed: কালো নেটের পোশাকে ক্যামেরার সামনে উরফি, অভিনেত্রীকে দেখে বেসামাল ভিড়, ভাইরাল ভিডিও

Advertisement

Advertisement

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

Advertisement

বেশিরভাগ সময়ই উরফি নিজের সাজ-পোশাকের জন্যই মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবারও অন্যথা হয়নি তার। সম্প্রতি আবারও চরম বোল্ড লুকে উরফি দেখা দিয়েছেন পাপারাজিৎদের সামনে। এই মুহূর্তে নেটমাধ্যমে অভিনেত্রীর যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে তাকে কালো নেটের পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকে তার শরীরের বেশিরভাগ অংশই ছিল দৃশ্যমান, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটজনতার।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে উরফি জাভেদ এই পোশাকে, হালকা মেকাপে, হাই হিলে দেখা দিয়েছেন। পাশাপাশি নিজের সাজ পূরণ করার জন্য নিজের চুলও সেট করেছিলেন তিনি। তাকে দেখে রীতিমত উপছে পড়ছিল ভিড়। এদিন ভিড় সামলানো মুশকিল হচ্ছিল অভিনেত্রীর জন্য, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। এমনকি এদিন অভিনেত্রীর সাজ দেখে চোখ কপালে উঠে গিয়েছিল উপস্থিত পাপারাজিৎদেরও।

Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়।

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।

Recent Posts