বিগ বস প্লাটফর্ম থেকে সকলের নজরে আসেন মডেল তথা অভিনেত্রী উরফি জাভেদ। মাঝেমধ্যেই তাকে দেখা যায় খবরের শিরোনামে থাকতে। তবে তিনি তার অভিনয়ের জন্য নয় বরং তার সাহসী পোশাকের জন্য বেশি বিতরকের সম্মুখীন হয়ে থাকেন। নেটিজেনরা তাকে সস্তার ক্যাটরিনা কাইফ আখ্যা দিলেও, উরফি এই বিষয়গুলি নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন। বরং তিনি সব সময় বলেন, “ট্রোলিংকে আমি ট্রোল করি। এগুলো আমার উপরে প্রভাব ফেলে না। এইসব কোনদিনও আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। আমি এখন এমন একটা জায়গায় আছি যে এরা আর আমার কোন ক্ষতি করতে পারবেনা। আমি এরকম লোকেদের পাত্তা দিই না।”
তবে, তাকে নিয়ে বিতর্ক হবে না এরকমটা তো নয়। তিনি যখনই কোন নতুন ছবি আপলোড করেন কিংবা তিনি এমন কোনো ভিডিও আপলোড করেন, যেখানে তাকে সাহসী পোশাকে দেখা যাচ্ছে, সেগুলি কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক সবসময় তাকে কেন্দ্র করে চলে এবং তিনি কখনোই বিতর্ক এড়িয়ে যেতে চান না, বরং সেটাকে নিয়ে ভাল ভাবেই চলতে পারেন তিনি। তবে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় এবং প্রতিদিন নিয়ম করে সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন তিনি। তার মধ্যেই ভক্তদের সঙ্গে ভাবের আদান-প্রদান করাও হয়ে যায় তার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদ নিজের দুর্দান্ত লুকস এর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন। এই ছবি মুহূর্তের মধ্যে হয়ে গেল ভাইরাল। তার পাশাপাশি তিনি এটিই নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন যেখানে তিনি নিজের নতুন লুক ফ্লনট করছেন। সম্প্রতি সামনে আসা এই ভিডিওটি আপনি দেখতে পাবেন, অভিনেত্রী নিজের শাড়ির পল্লু অঞ্চলটি খুলে রেখেছেন এবং প্লেটস এর পরিবর্তে সেখানে একটি দড়ি বেঁধে শাড়ি পড়েছেন।
তবে এই ভিডিও সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, শাড়ি পড়েই অভিনেত্রী স্কিপিং করছেন। স্কিপিং বিষয়টি যথেষ্ট কঠিন একটি কাজ কিন্তু অভিনেত্রী অত্যন্ত সহজ ভাবে এই কাজটি করে ফেললেন মুহূর্তের মধ্যে। তার এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং তার ভক্তরা তার এই অদ্ভুত কীর্তির জন্য তাকে দারুণভাবে প্রশংসা করতে শুরু করেছেন