সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি উরুসা নিজের ইনস্টার পাতাতেই শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে সেই ঝলকের সূত্রেই চর্চায় তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতে তার আনাগোনা নেহাত কম নয়। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। উল্লেখ্য, উরুসার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে নজর রাখলেই এটুকু স্পষ্ট হবে যে তিনি একজন দক্ষ বেলি ডান্স শিল্পী। পাশাপাশি তিনি একজন ডিজিটাল মার্কেটরও। সেকথা অবশ্য তার ইনস্টার ডেসক্রিপশন দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত, বলিউড মিউজিকের তালে উপযুক্ত বেলি ডান্সের পোশাকেই নজর কেড়েছেন উরুসা। প্রশংসিত হয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝেও। অবশ্য তার একাধিক ঝলক উরুসার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
দুর্দান্ত বেলি ডান্সে নজর কাড়লেন, উরফির বোনকে প্রশংসায় ভরালেন নেটজনতা (Video Viral)
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন