Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed Pizza Dress: কাপড় ছেড়ে পিৎজা দিয়ে ব্রা বানালেন অভিনেত্রী উরফি জাভেদ, ছেলেরা অনেক মজা করলো

কার কার ফেভারিটে পিজ্জা? আপনার? আপনার? ওহ্ আপনারও? তাহলে একবার হলেও উর্ফি জাভেদের সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ দিতে হবে। দেখলেই আপনার মন রসনায় ভরে উঠবে, মনে হবে এক্ষুনি নিকটবর্তী আউটলেটে…

Avatar

কার কার ফেভারিটে পিজ্জা? আপনার? আপনার? ওহ্ আপনারও? তাহলে একবার হলেও উর্ফি জাভেদের সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ দিতে হবে। দেখলেই আপনার মন রসনায় ভরে উঠবে, মনে হবে এক্ষুনি নিকটবর্তী আউটলেটে যাই বা বাড়িতেই অর্ডার করি। তবে, পিজ্জা খাওয়ার সময় উর্ফিকে (Urfi Javed) দেখতে ভুলবেন না। বরং উর্ফিকে দেখতে দেখতে পিজ্জা খেলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।

আসলে উর্ফি জাভেদ মানেই সমালোচনা আর জোরদার চর্চা। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অথচ উর্ফি জাভেদকে চেনেন না এমন মানুষ খুবই কম আছে। আট থেকে আশি প্রায় সকলেই উর্ফিকে চেনে, এমনকি উর্ফি র ড্রেসিং আইডিয়া সম্পর্কেও তারা পরিচিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Urfi Javed Pizza Dress: কাপড় ছেড়ে পিৎজা দিয়ে ব্রা বানালেন অভিনেত্রী উরফি জাভেদ, ছেলেরা অনেক মজা করলো

সম্প্রতি, উর্ফি খাবার দিয়েই পোশাক বানিয়ে নিলেন। মানে যেটা হয়তো আপনি কল্পনা পর্যন্ত করতে পারেননি, সেটা উর্ফি করেছেন। কিছুদিন আগেই বাবলগাম দিয়ে টপ বানিয়ে সকলের নজরে এসেছিলেন, এবারে পিজ্জা দিয়ে ড্রেস বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে উর্ফি র পরনে রয়েছে সত্যিকারের পিজ্জা দিয়ে বানানো একটি অন্তর্বাস, আর হাতেও পিজ্জা, যেটায় তিনি একের পর এক লাভ বাইট দিয়ে যাচ্ছিলেন। অভিনেত্রীর এমন ভিডিও দেখে ভক্তরা অবাক, পাশাপাশি অনেকেই উর্ফি র সাহসের তারিফ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করতে ওস্তাদ উরফি জাভেদ। একটা সময় হিন্দি ধারাবাহিক করতে থাকা মেয়ে চলে যায় সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো বিগ বস এর ঘরে। জিতে ফিরে না এলেও, এসেই মুম্বাই কাঁপাতে থাকেন উড়ফি। মুম্বাইয়ের পথে পথে ঘুরে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরতেন। সেইসময় চলতো নিন্দার ঝড়। কেউ কেউ উরফি’কে বয়কট করতে চাইলো, তো কেউ কেউ তাকে পাগল অশ্লীল বলতেও থামেনি। কিন্তু, অভিনেত্রী কারোর কথা শোনার বান্দা নন, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই একের পর এক অদ্ভুত পোশাকে নিজেকে মেলে ধরেছেন।

About Author