সম্প্রতি একেবারে ছকভাঙা সাজে দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন এজেএসকে, ব্লনি, অনামিকা খান্না, অলমোস্ট গর্ডস্, মিশো এবং রাহুল মিশ্রর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন তিনি। গোলাপি চুলে, গাঢ় কাজলে, কালচে লিপস্টিক পরেছিলেন উরফি। এদিন একাধিক পোশাকে দেখা মিলেছে তার। তবে নিজের এই ছকভাঙা বোল্ড ফটোশুটের অফ-ক্যামেরা কিছু ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যার একটিতে ওপস্ মোমেন্টের শিকার হতে দেখা গিয়েছে তাকে।এদিন একটি লুকে ছাই রঙের শাড়িতে দেখা গিয়েছে উরফিকে। লুক সেট হওয়ার পর হঠাৎই হওয়ায় উড়ে যায় তার আঁচল। আর ঐ মুহূর্তে কিছুক্ষণের জন্যে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেত্রীর পাশাপাশি সেখানে উপস্থিত সকলেই। তবে এর পরেই দক্ষতার সাথে এই পরিস্থিতি সামলে নেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ভিডিওতে এক মহিলাকে অভিনেত্রীর পোশাক ঠিক করে দিতেও দেখা গিয়েছে। তবে এই ধরনের পরিস্থিতি অভিনেত্রীকে খুব একটা বেশি বিচলিত করে না। অবশ্য সেকথা তার পোশাকের স্টাইলেই স্পষ্ট সকলের কাছে। আপাতত বলাই বাহুল্য, তার শেয়ার করে নেওয়া এই অফ-ক্যামেরার ঝলক ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছে কমেন্টবক্স।View this post on Instagram
Urfi Javed: ব্যাড গার্ল লুকে উরফি, আঁচল উড়তেই ওপস্ মোমেন্টের শিকার অভিনেত্রী
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন