সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় খাদ্যদ্রব্য পিজ্জা দিয়েই পোশাক বানাতে দেখা গিয়ে। পাশাপাশি ঝলকের শুরুতেই সেই পিজ্জা খেতে খেতেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। এদিন হালকা মেকাপে চেরি রেড লিপস্টিকও পরেছিলেন অভিনেত্রী। পরেছিলেন কালো শর্টসও। আপাতত, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক রীতিমতো অবাক করেছে নেটমহলের পাশাপাশি তার ভক্তমহলের অধিকাংশকেই। তাদেরই একাংশের মত, এবার সব সীমা পেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। আর সেই সূত্রে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। তবে এই সমস্ত বিষয়ে যে অভিনেত্রীর কাছে একেবারেই গুরুত্বহীন, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
Urfi Javed: পিজ্জা দিয়েই বানালেন পোশাক, তৃপ্তি করে খেলেন সেটি, রইল ঝলক
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন