সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় উরফি নিজের একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন। যেখানে অভিনেত্রীকে দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন নেটজনতার অধিকাংশ মানুষ। দুবাইয়ের সমুদ্র সৈকতে অভিনেত্রীকে সালোয়ার স্যুটে দেখা গিয়েছে। আর এই বেসে তাকে দেখে চোখ কপালে অধিকাংশের। সচারচর অভিনেত্রী নিজের অদ্ভুত সাজ পোশাকের জন্যই চর্চায় থাকে। কিন্তু হঠাৎ করে সমুদ্র সৈকতে বিকিনি ও মনোকিনি লুকের মাঝেই এমন ট্রেডিশনাল লুকে উরফিকে দেখে খুব স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকে। সবসময়ই সকলের মাঝে থেকেও একটু অন্যরকম ভাবেই নজর কাড়তে চান অভিনেত্রী। এবারেও অন্যথা হল না তার। বলাই বাহুল্য, সমুদ্র সৈকতে তার এই লুক নজর কেড়েছে সকলের। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।
Urfi Javed: দুবাইয়ের সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন উরফি জাভেদ, সালোয়ার স্যুটে অভিনেত্রী, অবাক সকলেই
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন