Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেগে বোম উরফি! নিরাপত্তারক্ষী গেটে আটকে দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করলেন অভিনেত্রী

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে…

Avatar

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের মাঝে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। তবে সম্প্রতি এক নিরাপত্তারক্ষীর সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী, যার সূত্র ধরেই চর্চায় তিনি।

সম্প্রতি পাপারাজিৎদের ক্যামেরায় ক্ষুব্ধ উরফি জাভেদের দেখা মিলেছে। তিনি কোন একটি ফটোশুটের খাতিরে গিয়েছিলেন একটি পাঁচতারা হোটেলে। তবে সেখানে ঢোকার সময় গেটের নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে না দেওয়ায় তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনকি রাগের মাথায় গালিগালাজও করে দেন। তবে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তিনি তা সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কতৃর্পক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে এদিন। অভিনেত্রীকে গেটে আটকে দেওয়ায় সেখানকার দেহরক্ষীর সাথে রীতিমতো চূড়ান্ত বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর তিনি জানান, সকলেরই সময়ের দাম আছে। এমনকি সেখানে উপস্থিত সাংবাদিক ও পাপারাজিৎদের দেখিয়ে বলেন, তাদের কাছে অফুরন্ত সময় নেই, তাদের সকলেরই কাজ আছে। এরপর তিনি ক্যামেরার সামনে সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, তার রেগে যাওয়ার ভিডিও তারা ক্যামেরায় তুলেছে কিনা! তিনি এও জিজ্ঞাসা করেন, তারা সেটি পরে শেয়ার করে দেবেন কিনা! তবে সেই ভিডিও শেয়ার করলেও তার যে কিছু যায় আসে না সেকথা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এরপর তিনি ক্যামেরার সামনে পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য নিজের মা ও বোনের সাথেও ক্যামেরার সামনে দেখা গিয়েছে তাকে।

এদিন অভিনেত্রীর পরনে ছিল নস্যি রঙের পোশাক। এই পোশাকে অভিনেত্রীর বক্ষ বিভাজিকা, উরুর একাংশ এবং কোমরের একাংশ ছিল উন্মুক্ত। তবে এদিন পোশাক নিয়ে নয় তিনি চর্চায় উঠে এসেছেন তার বিতর্কের কারণেই। জানা গেছে, শেষপর্যন্ত তিনি যে কাজের জন্য গিয়েছিলেন সেটি তিনি করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। মা ও বোনের সাথে সেখান থেকে ফিরে আসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে উরফি জাভেদের এই ভিডিও এখন ভাইরাল।

About Author