Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘পর্দার কাপড়’ কেটে নিজের জামা বানাল উরফি! ফের পোশাকের জন্য ট্রোলড বিগ বস প্রতিযোগী

বেশ কয়েকদিন ধরে উরফি ঝড়ে কাঁপছে গোটা নেট দুনিয়া। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করেই থাকেন ফের সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে পুরুষদের মনে শিহরণ জাগালেন উরফি জাভেদ।…

Avatar

By

বেশ কয়েকদিন ধরে উরফি ঝড়ে কাঁপছে গোটা নেট দুনিয়া। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করেই থাকেন ফের সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে পুরুষদের মনে শিহরণ জাগালেন উরফি জাভেদ। উষ্ণময়ী শরীরী উত্তেজনায় ভরপুর উরফি-ই এখন ইন্টারনেটের হটকেক। খবরের শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় উরফির এখন নখ দর্পণে। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় থাকেন উরফি। ফের লাল টপ ও ডেনিম জিন্সে উরফির হট মুভসে কাঁপছে গোটা ন

কিছুদিন ধরেই বেশ চর্চায় রয়েছেন বিগ বস ওটিটির প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। শো থেকে বাতিল হলেও সর্বদাই শরীরী হিল্লোলে পারদ চড়িয়ে  পেজ থ্রিয়ের শিরোনামে থাকেন উরফি। হট আর বোল্ড অবতারে সবসময়েই যেন পেজ থ্রিয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উরফি। সম্প্রতি কালো রঙের সি-থ্রু পোশাকে এয়ারপোর্টে ধরা দিলেন উরফি৷ উন্মুক্ত শরীর আর অদ্ভুত পোশাকে চরম কটাক্ষের মুখেও পড়েছিলেন উরফি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেশিরভাগ সময় নতুন নতুন পোশাকে হাজির হয় সে ক্যামেরার সামনে! কখনও এই অভিনেত্রী ফলের জালি গায়ে জড়িয়ে তো কখনও আবার একটি ফয়েল পেপার দিয়ে নিজেকে মুড়িয়ে নেন। শুধু তাই নয়, এসব অদ্ভুত পোশাকে রাস্তাতেও নেমে যান অভিনেত্রী। ভাবছেন এবার নতুন কী করল উরফি? এবার একটা বড় বেগুনি রঙের সিল্কের কাপড় নিয়ে তাকে কেটে-ছেটে নিজের জন্য নতুন পোশাক বানিয়ে ফেলল এই বিগবস প্রতিযোগী।


নতুন জামা আর ক্যামেরার সামনে ছবি তুলবেনা তা কি হয়। এবারেও তাই করলেন। এবারেও এই নতুন ড্রেসের নতুন ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘মিডল ইস্ট ফিল্মফেয়ারের জন্য এই পোশাক বানিয়েছিলাম আমি। যদিও পরে একটা কালো গাউন পরে যাই। আপনাদের কী মত, এই পোশাক রেড কার্পেটের জন্য কেমন?’ ব্যস এরপুরেই শুরু হল ট্রোলিং। একজন নেটিজেনের মতে ‘পরদার কাপড় কেটে পোশাক বানিয়েছে উরফি’ তো আর একজন লিখলেন ‘একটু বেশি যেন শরীর ঢেকে ফেলেছ’! যদিও এই পোশাক ঝুলে লম্বা হলেও স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর থাই, নাভি, পিঠ। সে যাই হোক, নেগেটিভ মন্তব্যের মাঝে ফেত ভাইরাল উরফি।

About Author