সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে দুটি বড় তৈরি করা সবুজ পাতার মতো ফুলের সাহায্যেই নিজের শরীরের গোপন অংশ ঢাকতে দেখা গিয়েছে। তার উপর চোখের ছবিও আঁকা ছিল। খুব সম্ভবত ব্রা-লেট হিসাবেই ব্যবহার করেছিলেন এই ফুল দুটিকে। এদিন তাকে তার এই লুক সেট করতে সহায়তা করেছিলেন শ্বেতা মাহাদিক। অন্য ধরনের হেয়ার স্টাইলে ডেনিমের বোতাম খুলেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। নিউড মেকাপেই এদিন নিজের লুক ক্যারি করেছিলেন তিনি।বলাই বাহুল্য, অভিনেত্রীর সম্প্রতিক লুক দেখে কথা হারিয়েছেন অধিকাংশ নেটনাগরিকরাই। কারোর মতে, তিনি মুসলমানদের নাম খারাপ করছেন। আবার কারোর মতে, তাকে দেশ থেকেই বার করে দেওয়া উচিৎ। অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই এমন বহু মন্তব্য চোখে পড়বে। এই ধরনের মন্তব্য যে অভিনেত্রীর উপর কোনোরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে না, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।View this post on Instagram
Urfi Javed: বিকিনির বদলে মাত্র ২টি ফুল ঢাকলেন বুক, ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করলেন উরফি জাভেদ
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন