মূল্যবৃদ্ধির বাজারে টমেটোর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। আর এই পরিস্থিতিতেই টমেটো দিয়েই বানিয়ে নিলেন অদ্ভুত কানের দুল। পাশাপাশি কামড় বসালেন একটা গোটা টমেটোতেও। এবারেও খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। তবে এবার তার কানের দুল সবথেকে বেশি নজর কেড়েছে নেটনাগরিকদের অধিকাংশের। উল্লেখ্য, এদিন অভিনেত্রী কালো ওয়ান সাইডেড অফশোল্ডার ক্রপটপ ও শর্ট স্কার্টে দেখা দিয়েছিলেন। পোশাকের একদিক ছিল পুরোপুরি খোলা। হাত দিয়েই ঢেকে রেখেছিলেন নিজের গোপনাঙ্গ। টপনটে তার বোল্ড পোজ যে এবারেই নজর এড়ায়নি, তা কমেন্টবক্সে নজর দিলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এদিন নিজের ঝলকের পাশাপাশি অভিনেত্রী শেয়ার করে নিয়েছিলেন দুটো মিমও।View this post on Instagram
Urfi Javed: হাত দিয়ে ঢেকেছে স্তন, কালো পোশাকে উরফির এমন পোজ ক্যামেরার সামনে, দেখুন
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন