Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলা খেয়ে গায়ে খোসা আটকে দিলেন, তারপর এমন কিছু করলেন, উরফির নতুন লুক আলোড়ন সৃষ্টি করেছে

বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

Avatar

বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। বেশ কিছু সময় আগেই পিজ্জা দিয়ে পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। পোশাক বানিয়েছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়েও। তবে তার এই সাম্প্রতিক লুক দেখে কি বলা উচিৎ! বুঝতে পারছেন না বেশিরভাগ মানুষ। তার এই সাজ আগের সমস্ত লুককে টেক্কা দিয়ে গিয়েছে বলেই মত নেটনাগরিকদের একাংশের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে শুরুতেই একটি সাদা রঙের মেঝেতে শুয়ে থাকতে দেখা গিয়েছে। কলা খেতে খেতেই ক্যামেরার দিকে তাকিয়ে দিয়েছিলেন পোজ। তবে এই ঝলকে তার পোশাক দেখে অধিকাংশের রীতিমতো মাথা ঘুরে গিয়েছে। কলা খেয়ে এ কি করেছেন তিনি? খাওয়া কলাগুলোর খোসা দিয়েই নিজের গোপনাঙ্গ ঢেকেছেন উরফি। সোজা ভাষায় বলতে গেলে এই খোসা দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের সাম্প্রতিক পোশাক। এমনটা যে কেউ কখনও করতে পারে! তা ভাবনারও বাইরে বেশিরভাগের। এদিন বাঁধা চুলে, হালকা মেকাপে, নীল জিন্স পরেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজেই নিজের এই ঝলক খুব সম্প্রতি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নজরে আসার পর থেকেই একাংশ কু-মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অবশ্য এই ধরনের বিষয় খুব একটা বিচলিত করে না অভিনেত্রীকে। বলাই বাহুল্য, অভিনেত্রী এই ধরনের বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ। সবমিলিয়ে অভিনেত্রীর এই লুক আবারো মিডিয়ার পাতায় চর্চায় নিয়ে এসেছে তাকে।

About Author