Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যামেরায় ধরা পরেছে উরফি জাভেদের ৫ মুহূর্ত, oops moment এর শিকার অভিনেত্রী

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। 'বিগ বস ওটিটি' দিয়ে লাইমলাইটে এসেছিলেন…

Avatar

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।

নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে। এই ছোটখাটো পোশাক পরার অভ্যাসের কারণে মাঝে মাঝেই তিনি ট্রোলের সম্মুখীন হন। এছাড়াও উপস মোমেন্ট নিত্যসঙ্গী মডেল অভিনেত্রীর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগে ব্যাটম্যান অনুপ্রাণিত একটি বডিসুট পরে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় ভারসাম্য হারিয়ে প্রায় পরার উপক্রম হয়েছিল। সেই সময় উপস মোমেন্টের শিকার হয়েছিলেন উরফি জাভেদ। এছাড়া বিস বসে থাকাকালীন উরফি একদিন ধুতি সারওয়ারের সাথে একটি টিউব ক্রপ টপ পরেছিলেন। যখন সে নাচছিল এবং তার চালগুলিকে ফ্লান্ট করেছিল, সে একটু অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। আসলে তাঁর টিউব টপকে সামঞ্জস্য হারিয়েছিল ও অভিনেত্রী উপস মোমেন্ট এর সম্মুখীন হয়েছিল।

এছাড়া কিছুদিন আগে উরফি জাভেদকে একটি সাদা হাই থাই স্লিট পোশাক পরিধান করতে দেখা গেছে এবং যখন তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন এবং তিনি তার টোনড পা ফ্লান্ট করেছিলেন, তখন একটু বেশিই দৃশ্যমান হয়েছিল যা ওটিটি তারকাকে আরও কিছুটা অস্বস্তিকর করে তুলেছিল। এছাড়া ধূমপান কমানোর জন্য তিনি একদিন ফুসফুসের মত একটি পোশাক পরেছিলেন। সেই পোশাক এতটাই ছোট ছিল যে তার শরীরের অনেক অংশই দৃশ্যমান ছিল।

About Author