Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শরীরের ওপরে আটকে রেখেছেন শার্ট, কোনরকমে ঢাকা রয়েছে গোপনাঙ্গ, ফের অদ্ভুত পোশাক পরে ট্রোল হলেন উরফি

আধুনিক সময়ে প্রত্যেকটি মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় নিত্যনতুন এমন এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই সোশ্যাল…

Avatar

আধুনিক সময়ে প্রত্যেকটি মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় নিত্যনতুন এমন এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো বিষয় নিয়ে চলতেই থাকে বিতর্ক। আর বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে।বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন। নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি।নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। অদ্ভুত পোশাক যেন তাঁর স্টাইল স্টেটমেন্ট এর অঙ্গ। সম্প্রতি পাপারাজ্জিরা তাঁকে এমন পোশাকে ক্যামেরাবন্দী করেছেন, যা দেখে তাজ্জব হয়ে যাবেন আপনি। পোশাকের উর্ধ্বাংশ উরফির গলায় একটি হ্যাঙার সদৃশ সরু নেকপিসের সাথে আটকানো। উর্ধ্বাংশ অফ শোল্ডার। এটি একটি সাদা রঙের ফুলস্লিভ শার্ট। তাতে বাঁধা রয়েছে কালো রঙের সাটিনের টাই। না, উরফি শার্টটি অঙ্গে না গলালেও আটকে রেখেছেন শরীরের সামনের অংশে। নিম্নাংশে রয়েছে কালো রঙের পেনসিল স্কার্ট। দুই হাতে রয়েছে কালো রঙের হ্যান্ড স্টকিংস। পায়ে রয়েছে কালো রঙের ওয়েজেস। এই ভিডিওটি চোখের পলকে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। অবশ্য বেশিরভাগ উরফিকে ট্রোলিং করেন এই ভিডিওটি দেখে।
About Author