Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাথরস কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশঃ বহু ঝক্কি পেড়িয়ে আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়ঙ্কা। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে বলে আশ্বাস দেন প্রিয়ঙ্কা। নির্যাতিতাকে…

Avatar

উত্তরপ্রদেশঃ বহু ঝক্কি পেড়িয়ে আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়ঙ্কা। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে বলে আশ্বাস দেন প্রিয়ঙ্কা। নির্যাতিতাকে দাহ করা হয়েছে তা নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার কাছেও তীব্র ক্ষোভপ্রকাশ এবং বিচারের কথা জানান ধর্ষিতার পরিবার।

ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঁতর আবেদন। চাপে পড়ে অবশেষে হাথরসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই হাথরস ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়েছে সারা ভারত। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হযতে হয়েছিলো রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। আর এবার হাথরসের পথে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে আজ সকালেই হাথরসে আটকানো হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷

অন্য দিকে হাথরসের দলিত তরুণীকে মধ্যরাতে দাহ করার ঘটনায় কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ এর নাম। এরপরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন একাধিক বিরোধি দলের নেতা। কিন্তু সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততোই জটিল হচ্ছে।

About Author