নিজের একটা বাড়ি—প্রায় প্রত্যেক ভারতীয় পরিবারেরই আজীবনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে Union Bank of India। ব্যাংক ঘোষণা করেছে এক বিশেষ Home Loan অফার, যেখানে সর্বোচ্চ ₹15 লক্ষ পর্যন্ত ঋণ সহজেই পাওয়া যাবে। আরও বড় কথা, পুরো প্রক্রিয়াটি রাখা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল, যাতে সাধারণ মানুষ কোনও ঝামেলা ছাড়াই বাড়ি কেনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।
কারা সুবিধা পাবেন?
ইউনিয়ন ব্যাংকের দাবি, এই অফারটি বিশেষভাবে তৈরি হয়েছে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জন্য। যাঁরা ছোট বা মাঝারি আকারের বাড়ি কিনতে চান কিংবা বাড়ি নির্মাণ করতে চান, তাঁদের জন্য এই স্কিমটি হতে পারে সবচেয়ে উপযোগী। স্বচ্ছ প্রক্রিয়া ও সরকারি PMAY (Pradhan Mantri Awas Yojana) সাবসিডির সুবিধা যুক্ত হওয়ায় এর আকর্ষণ আরও বেড়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলোনের মেয়াদ: 10 বছর নাকি 15 বছর?
Union Bank গ্রাহকদের জন্য দুই ধরনের EMI সুবিধা দিয়েছে—
১০ বছরের মেয়াদে ঋণ পরিশোধ: EMI তুলনামূলক বেশি হলেও ঋণ দ্রুত শেষ করা সম্ভব হবে।
১৫ বছরের মেয়াদে ঋণ পরিশোধ: EMI তুলনামূলক কম হবে, ফলে মাসিক আর্থিক চাপ হালকা থাকবে।
অর্থাৎ গ্রাহকরা তাঁদের আর্থিক অবস্থার ভিত্তিতে EMI পরিকল্পনা বেছে নিতে পারবেন।
আকর্ষণীয় সুদের হার ও সরকারি সুবিধা
ব্যাংকের তরফে জানানো হয়েছে, হোম লোনের জন্য সুদের হার রাখা হয়েছে যথেষ্ট প্রতিযোগিতামূলক ও কিফায়তি। এর সঙ্গে যোগ হয়েছে PMAY সাবসিডি, যা প্রযোজ্য গ্রাহকদের জন্য EMI-র বোঝা আরও হালকা করবে। সরকারের এই সুবিধা যুক্ত হওয়ায় ছোট আয়ের পরিবারগুলিও তুলনামূলকভাবে স্বস্তিতে ঋণ শোধ করতে পারবেন।
ডিজিটাল আবেদন প্রক্রিয়া
Union Bank Home Loan Apply Online প্রক্রিয়াটি রাখা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল। অর্থাৎ গ্রাহকদের আর আর্থিক প্রতিষ্ঠান বা শাখা অফিসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হবে না।
প্রয়োজনীয় নথি:
আধার কার্ড
প্যান কার্ড
আয়ের প্রমাণপত্র
প্রপার্টি সংক্রান্ত ডকুমেন্ট
সব নথি অনলাইনে জমা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ব্যাংকের দাবি, এই ডিজিটাল ফিচার মানুষের সময় বাঁচাবে এবং গ্রাহকদের অভিজ্ঞতা করবে আরও সহজ।
কেন এই অফার আকর্ষণীয়?
ভারতে বর্তমানে আবাসন খাতে চাহিদা ক্রমশ বাড়ছে। ছোট শহর থেকে শুরু করে মেট্রো শহর পর্যন্ত বহু মানুষ নিজেদের বাড়ি কেনার পরিকল্পনা করছেন। সেই পরিস্থিতিতে Union Bank-এর এই অফার হতে পারে একটি সাশ্রয়ী ও বাস্তবসম্মত সমাধান। কম সুদের হার, EMI-র নমনীয়তা এবং সরকারি সাবসিডি যুক্ত হয়ে এই অফারকে করেছে বিশেষ।