অসম : লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল এবং তারপর থেকে গোটা উত্তর পূর্ব ও জুড়ে প্রতিবাদের মিছিল শুরু হয়েছে। বন্ধের ডাক দেওয়া হয়েছে তার জন্যই অসম, মনিপুর অরুণাচল প্রদেশ এ বন্ধের প্রভাব বর্তমান।
বন্ধের বেশি প্রভাব দেখা গেছে গুয়াহাটি, ডিব্রুগড়, জোড়হাত, লক্ষিম্পুর, শোণিতপুর প্রভৃতি জায়গায়। এইবার সমর্থন করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন, অল অসমীয়া স্টুডেন্ট ইউনিয়ন, এবং অল অসম চুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজায়গায় জায়গায় প্রতিবাদের তীব্রতা দেখা যাচ্ছে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে অনেক পরীক্ষার সূচিতে অদলবদল ঘটানো হয়েছে।
১২ ঘণ্টায় ১৬ টি বামপন্থী ছাত্র সংগঠন এই বন্ধের ডাক দিয়েছে এই বন্ধে সামিল হয়েছেন নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন ও। এই পরিস্থিতি সামলাতে দুই জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা।