সোশ্যাল মিডিয়ায় যদি একবার ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যায় তাহলে উপার্জনের রাস্তা খুলে যাবে রাতারাতি। বেশিরভাগ মানুষ আজকাল সোশ্যাল মিডিয়ার হাত ধরে কিছু একটা করতে চাইছে যা কখনো তাদের স্টার তৈরি করছে কখনো হচ্ছে তারা ভাইরাল। সেরকমই, আজ বলবো এক তরুণীর কথা যিনি শুধু মাত্র নাচ করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন।
খেয়াল করে দেখবেন পাঞ্জাবি, হরিয়ানভি, রাজস্থানি মিউজিকের প্রচুর চাহিদা মার্কেটে। যারা এই ধরনের মিউজিকের উপর পারফর্ম করে তারা অনেকেই স্টার হয়ে গেছেন। এমনও অনেক নর্তকী আছেন যারা এইসব গানের উপর লাইভ শো করেন। উদাহরণ হিসেবে স্বপ্না চৌধুরীর নাম নেওয়া যেতে পারে। যিনি হরিয়ানভি জগতের অন্যতম সুন্দরী নর্তকী। যিনি শুধু মাত্র একটা সময় স্টেজ শো করতেন, অথচ এখন স্বপ্না এতটাই জনপ্রিয় যে তাকে এক নামে সকলেই চেনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ যদিও স্বপ্না চৌধুরীকে নিয়ে আলোচনা করা হচ্ছে না, তবে হুবহু স্বপ্নার মতনই একজন নিজের প্রতিভা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রায় 554k মানুষ সাবস্ক্রাইব করে রেখেছেন, এমনকি তার নাচের ভিডিও মিলিয়নের উপর দর্শক দেখছে, কমেন্ট বক্সে প্রশংসা উপচে পড়ছে তার।
চ্যানেলটির নাম Devangini Rathore। যিনি নৃত্য পরিবেশন করেন তার নামই Devangini। প্রায় হাঁটু পর্যন্ত লম্বা চুল তার, কখনো ইন্ডিয়ান তো কখনো ওয়েস্টার্ন তো কখনো পাঞ্জাবি লুকে ধরা দেন ক্যামেরার সামনে। পাঞ্জাবি, রাজস্থানি, ফ্রি স্টাইলে নেচে দর্শকদের কাবু করে রেখেছেন। দেখুন তার সাম্প্রতিক মুক্তি পাওয়া unchi nichi hai dagariya মিউজিক ভিডিওটি আর উপভোগ করুন।