গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারণের মাত্র ২৯ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। তবে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৪৪, সূর্য কুমার যাদব ৫৭ এবং ক্যামেরন গ্রিনের ৬৭ রানের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স।যখন জয়ের জন্য শেষ ওভারে মুম্বাইয়ের সামনে লক্ষ্যমাত্রা ১৬, তখন অধিনায়ক স্যাম কারণ বল তুলে দেন আর্শদীপ সিংয়ের হাতে। আর শেষ ওভারে বল হাতে পেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি গড়েন তিনি। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন টিম ডেভিড। পরের বলে কোনো রান করতে পারেননি তিলক ভার্মা।What a mind-blowing match! Phenomenal effort by the boys. Incredible performances by Arshdeep Singh, Sam Curran, Harpreet Bhatia, Prabhsimran and Atharva Taide 😍 pic.twitter.com/LOb6IBRgvP
— Shikhar Dhawan (@SDhawan25) April 22, 2023
ওই ওভারের তৃতীয় বলে আর্শদীপের দুর্দান্ত ইয়র্কার বলে ক্লিন বোল্ড হন তিলক। এই ইয়র্কার বলেই তিলক বর্মার মিডল স্টাম্প ভেঙে দেন আর্শদীপ। তবে এখানেই শেষ নয়, স্টাম্পটি প্রতিস্থাপন করা হলে ওভারের চতুর্থ বলে নেহাল ওয়াধেরাকে ফের ইয়র্কার বল করেন তিনি। আশ্চর্যজনকভাবে সেই বলেও মিডল স্টাম্প ভেঙে ফেলেন আর্শদীপ সিং। পরপর দুই বলে মিডল স্ট্যাম্প ভেঙে ফেলার এমন অবিশ্বাস্য রেকর্ড নেই বিশ্ব ক্রিকেটে কোন ক্রিকেটারের ঝুলিতে।ARSHDEEP SINGH – BREAKING STUMPS#MIvsPBKS #MumbaiIndinas #PunjabKings pic.twitter.com/4Sl3oa5iP7
— Ujjwal 🇮🇳 (@Ujjwal9792) April 23, 2023