Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমের দিবসে শত্রুতা ভুলে হিন্দি গানে তুমুল নাচ উমা আলিয়ার, নিমেষে ভিডিও ভাইরাল

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে…

Avatar

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে বাঙ্গালীদের এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন সিরিয়াল। বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে উমা ধারাবাহিকটি।

গত বছরের শেষের দিকে জি বাংলায় শুরু হয়েছিল এই উমা ধারাবাহিক। মাঝে মাঝে কিছু সিরিয়ালের চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হলেও বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালটি। বরং চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে নবম স্থান অধিকার করে অনেকেই চমকে দিয়েছে এটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্র উমা ও নেতিবাচক চরিত্র আলিয়ার কলহ কারুর অজানা নেই। সিরিয়ালের কাহানিতে বিখ্যাত ক্রিকেটার আলিয়া বোস কখনোই চায় না যে একটি সাধারন মেয়ে উমা জনপ্রিয় হোক ক্রিকেট দুনিয়ায়। তাই উমাকে আটকাতে চলে দিনরাত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অনস্ক্রীন উমা আলিয়ার আদায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও, অফস্ক্রীন কেমিস্ট্রি তাদের মধ্যে বেশ ভালো। সিরিয়ালের উমা চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী এবং আলিয়া চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। পর্দার শত্রু রিয়েল লাইফে বেশ ভালো বন্ধু। সম্প্রতি শ্রীতমা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গিয়েছে, শ্রীতমা ও শিঞ্জিনী ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ‘ইউ আর মাই সোনিয়া’ গানে ব্যাপক নাচ করছে। শ্রীতমার পরনে রয়েছে কালো রংয়ের ওয়ান পিস ড্রেস এবং শিঞ্জিনীর পরনে রয়েছে কুর্তি ও জিন্স। তাঁরা বাগানের মাঝে তুমুল নাচ করে এবং ভিডিওতে ক্যাপশন দেন, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে”।

বলা বাহুল্য, সিরিয়াল করার দৌলতে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো সংখ্যক ফলোয়ার রয়েছে দুজনেরই। তাই এই ভিডিও পোস্ট করতেই ভক্তরা তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন যে তাঁদেরকে বেশ মিষ্টি দেখতে লাগছে। আবার অনেকেই প্রেমের দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। চোখের পলকে রীতিমতো ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে ওই রিল ভিডিও।

About Author