দেশনিউজ

Aadhaar Card: আপনার আধার কার্ড আসল না নকল? বাড়িতে বসে এভাবে চেক করুন

×
Advertisement

ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড বর্তমানে সাধারণ নাগরিকের প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ নথিটি ছাড়া আপনি কোনভাবেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন না। শুধু সরকারি পরিষেবা গুলোই নয়, বেসরকারি কর্মক্ষেত্রেও আধার কার্ড হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ নথি। তবে বিগত কয়েক বছর ধরে একদল অসাধু লোক নকল আধার কার্ড তৈরি করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আপনার আধার কার্ডটি আসল নাকি নকল?

Advertisements
Advertisement

যদি এই প্রশ্ন আপনার মনে এসে থাকে, তবে আজ আমরা আপনাদের বিশেষ একটি প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যে প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হাতে থাকা আধার কার্ডটি আসল কি না নকল তা বুঝে যাবেন সহজেই। পাশাপাশি, আপনি চাইলে অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ নথিটি।

Advertisements

আধার নম্বর প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে সমস্ত আধার কার্ড ধারীকে তাদের গুরুত্বপূর্ণ নথিটিকে ভেরিফাই করে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আর এই কাজটি যেন আপনি সহজেই সম্পন্ন করতে পারেন, তার জন্য সমস্ত প্রক্রিয়াটি সহজ ভাবে বর্ণনা করেছে UIDAI।

Advertisements
Advertisement

কিভাবে ভেরিফাই করবেন আপনার আধার কার্ড-

১. প্রথমে আপনার ফোনে থাকা গুগল ব্রাউজার থেকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
২. এই সাইটের অনেকগুলি বিকল্পের মধ্যে আপনাকে My Aaddhaar বিকল্পটি বেছে নিন।
৩. এখানে আপনি অনেক পরিষেবার কথা উল্লেখ থাকলেও তালিকা থেকে ভেরিফাই আধার নম্বর অপশনটি (Aadhaar M=Number) বেছে নিতে হবে।
৪. এখন আধার কার্ডে প্রদত্ত ১২টি সংখ্যা লিখে ক্যাপচা লিখুন, এরপর প্রসিড টু ভেরিফাইতে ক্লিক করুন।
৫. এর পরে আপনি পরবর্তী পৃষ্ঠায় পৌঁছাবেন, যেখানে আপনি আপনার বয়স, লিঙ্গ, রাজ্য এবং মোবাইল নম্বরের বিবরণ দেখতে পাবেন।

আর এইভাবে খুব সহজে স্মার্টফোনের সাহায্যে আপনি আপনার আধার কার্ডের বৈধতা পরীক্ষা করতে পারবেন।

Related Articles

Back to top button