Today Trending Newsদেশনিউজ

Aadhaar Card: চুরি হওয়া আধার কার্ড লক করুন এভাবে, না হলে কিন্তু হবে বড় ক্ষতি

আধার কার্ড লক করা এখন প্রত্যেক ভারতীয়র কাছে প্রয়োজনীয় বিষয় হয়ে উঠেছে

Advertisement
Advertisement

ভারত সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড আজকে ভারতের সমস্ত মানুষের সব থেকে বড় পরিচয় পত্র হয়ে উঠেছে। আপনার কাছে যদি এই মুহূর্তে আধার কার্ড না থাকে তাহলে আপনার অনেক কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর যদি আপনার আধার কার্ডে কোন সমস্যা হয় তাহলেও কিন্তু আপনাকে বিভিন্ন কারণে সমস্যার মুখোমুখি হতে হবে। অতএব আপনার আধার কার্ড আপডেট করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ।

Advertisement
Advertisement

আপনার যদি কোনভাবে আধার কার্ড চুরি হয়ে যায় তাহলে শীঘ্রই সতর্ক হোন কারণ কেউ প্রতারণা করার জন্য আপনার আধার কার্ড ব্যবহার করতেই পারেন। যদি কেউ প্রতারণা করার জন্য আধার কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাবে আধার কার্ড কিন্তু অনেকটাই আপনার ব্যাংকের এটিএম কার্ড এর মত। এটিএম কার্ড হারিয়ে গেলে যেভাবে প্রথমে লক করতে হয় সেরকমই কিন্তু আধার কার্ড হারিয়ে গেলেও আপনাকে এই কার্ড লক করতে হবে। আর আধার কার্ড লক করার এই পদ্ধতিটাও খুব সহজ কিন্তু অনেকেই জানেন না কি করে আধার কার্ড লক করতে হয়। চলুন আজকে সেটাই আপনাদের জানিয়ে রাখি, কিভাবে সহজ পদ্ধতিতে আপনি নিজের ডাটা নিরাপদ রাখতে পারবেন।

Advertisement

আপনারা সকলেই জানেন আধার কার্ড ছাড়া কিন্তু আপনার ডেটা নিরাপদ থাকবে না। সেই কারণে আপনার ডেটার গোপনীয়তা রক্ষা করতে আপনাকে প্রথমে আধার কার্ড লক করতে হবে। খুব সহজে আপনি বাড়িতে বসেই এই কাজটা করতে পারবেন এবং এতে আপনার কোন সমস্যা হবে না। আপনি সহজেই নিজের কার্ড লক এবং আনলক করতে পারবেন। একবার আপনি যদি বায়োমেট্রিক ডেটা লক করে দেন তাহলে আপনি আধার কার্ডের তথ্য এক্সেস করতে পারবেন না। অর্থাৎ সেই সময় কিন্তু কেউ আপনার আধার কার্ড ব্যবহার করে কোন রকম কাজ করতে পারবে না। আবার প্রয়োজন পড়লে আপনি আপনার আধার কার্ড খুলে নিতে পারেন। তো চলুন পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

১. এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে www.uidai.gov.in যেতে হবে।

২. সেখানে গিয়ে আপনাকে হোম পেজে মাই আধার অপশনে ক্লিক করতে হবে এবং আধার পরিষেবাগুলির অধীনে লক/আনলক বায়োমেট্রিক্সে ক্লিক করতে হবে।

৩. এরপরে আপনাকে নির্দিষ্ট বক্সের টিক দিতে হবে এবং তারপর লক/আনলক বায়োমেট্রিক্স অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপরে আপনাকে আপনার ভালো সংখ্যার অনন্য আধার নম্বর লিখতে হবে এবং একটি ক্যাপচা যাচাই করনের কোড লিখতে হবে। তারপরে আপনার ফোন নম্বরে একটি বিশেষ otp আসবে যেটা আপনাকে লিখতে হবে।

৫. এরপরে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি লিখে আপনাকে লগইন করতে হবে।

৬. এরপরে আপনি আপনার আধার কার্ড লক অথবা আনলক করতে পারবেন। নির্দিষ্ট অপশনে ক্লিক করলে আপনার বায়োমেট্রিক্স সফলভাবে লক অথবা আনলক হয়ে যাবে।

Advertisement

Related Articles

Back to top button