Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষামন্ত্রকের অনুমোদনে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি ইউজিসির

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে দেশ জুড়ে বন্ধ ছিল পঠন-পাঠন। অবশ্য ছিল বললে ভুল বলা হবে, এখনও দেশ জুড়ে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধই রয়েছে। গত জুন মাস…

Avatar

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে দেশ জুড়ে বন্ধ ছিল পঠন-পাঠন। অবশ্য ছিল বললে ভুল বলা হবে, এখনও দেশ জুড়ে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধই রয়েছে। গত জুন মাস থেকে আনলক প্রক্রিয়া শুরু হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও লকডাউন প্রক্রিয়াই যেন জারি রয়েছে। তবে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনে দেশ জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি।

ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কনটেইনমেন্ট জোনের বাইরে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। আর এই নির্দেশিকাকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষামন্ত্রক। ইউজিসির বক্তব্য কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি হলেও তা অবাধ নয়। সপ্তাহের ছ’দিন ক্লাস করার প্রস্তাব দিয়েছে ইউজিসি। যেখানে পড়ুয়াদের সংখ্যা থাকবে কম। দরকার হলে ক্লাস নেওয়ার সময় বাড়িয়ে দিতে হবে এবং বেশি সংখ্যক পড়ুয়া একটি ক্লাসে থাকলে সেই ক্লাসকে ভাগ করে দিতে হবে। সামাজিক দূরত্ববিধি মেনে পঠন-পাঠন শুরু করা বাধ্যতামূলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইউসিসির প্রকাশ করা নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যেখানে আছে সেই এলাকাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপদ ঘোষণা করা হলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কাজ শুরু হবে। কিন্তু যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে, সেখানে করোনাবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত ব্যবস্থা থাকতে হবে। থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এদিন কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি হোস্টেল খোলার নির্দেশিকাও জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তবে করোনায় আক্রান্ত হওয়া ছাত্র-ছাত্রীকে হোস্টেলে রাখা যাবে না। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুললেও এখনই বন্ধ হচ্ছে না অনলাইন ক্লাস। বরং এর ওপরেই বেশি জোর দিয়েছে ইউজিসি।

About Author