Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ভব ঠাকরে

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ভব ঠাকরে। মুম্বাইয়ের শিবাজী পার্কে আজ সন্ধ্যে ৬.৪০ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবসেনা প্রধান। তাঁর সাথে শপথ নিয়েছেন শিবসেনা, কংগ্রেস, এনসিপি থেকে আরও ৬…

Avatar

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ভব ঠাকরে। মুম্বাইয়ের শিবাজী পার্কে আজ সন্ধ্যে ৬.৪০ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবসেনা প্রধান। তাঁর সাথে শপথ নিয়েছেন শিবসেনা, কংগ্রেস, এনসিপি থেকে আরও ৬ জন। এরা হলেন, সুভাষ রাজারাম দেশাই, ছগন ভুজবল, নীতীন রাউত, বালাসাহেব থোরাট, একনাথ শিন্ডে ও জয়ন্ত পাটিল।

উদ্ভব ঠাকরের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন, ডিএমকে প্রধান এমকে স্টালিন, ডিএমকে নেতা টিআর বালু, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, এনসিপি নেতা প্রফুল প্যাটেল, অজিত পওয়ার, এমএনএস প্রধান রাজ ঠাকরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তিনি যেতে পারেননি। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের এই জোটের নাম দেওয়া হয়েছে মহারাষ্ট্র বিকাশ আগড়ি, যার নেতা হয়েছেন উদ্ভব ঠাকরে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, ঠাকরে পরিবার থেকে এই প্রথমবার কেউ কোনো ধরণের মন্ত্রী হলেন। এমনকি এই নির্বাচনের আগে ঠাকরে পরিবারের কেউ ভোটেই লড়েননি। এবারের নির্বাচনে প্রথমবার ঠাকরে পরিবারের কেউ ভোটে দাঁড়ান, উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ভোটে দাঁড়ান এবার। আর প্রথমবারের জন্য ঠাকরে পরিবারের উদ্ভব হচ্ছেন মুখ্যমন্ত্রী।

About Author