Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উবারের নতুন পরিকল্পনা উড়ন্ত ট্যাক্সি, যা আপনাকে পৌছে দেবে গন্তব্যে

ব্যস্ততা বা ট্রেন-বাসের ঝক্কির জন্য এতদিন ধরে ভরসা ছিল ক্যাব অ্যাপ যা একটা ক্লিকেই সামনে হাজির হয়ে পৌছে দিত গন্তব্যে। ব্যস্ততার কথা এবং সেইসমস্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এবার Hyundai…

Avatar

ব্যস্ততা বা ট্রেন-বাসের ঝক্কির জন্য এতদিন ধরে ভরসা ছিল ক্যাব অ্যাপ যা একটা ক্লিকেই সামনে হাজির হয়ে পৌছে দিত গন্তব্যে। ব্যস্ততার কথা এবং সেইসমস্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এবার Hyundai এর সঙ্গ নিল Uber, দুইয়ের মেলবন্ধনে তৈরি হবে ফ্লাইং ট্যাক্সি।

প্রায় দুদশক আগের একটি সিনেমার মত আকাশে এবার উড়বে গাড়ি। সিনেমাটিতে আকাশে কয়েকশো ফুট উঁচুতে উড়ছিল অসংখ্য গাড়ি, এবার সেই স্বপ্নই বাস্তব হতে চলেছে। সম্প্রতি Hyundai ‘কনসেপ্ট এয়ারক্রাফট ‘ নামের S-A1 সামনে এনেছে। জানা গিয়েছে, উবারের জন্য এবার Hyundai বানাবে উড়ন্ত ট্যাক্সি। অবতরনের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থার। তাই সেইসব পরিকাঠামোগুলির দিকে নজর দিয়েছে Hyndai ও উবার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কীভাবে ভোটার কার্ড বাড়ি বসেই সংশোধন করতে পারবেন

দুই সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২০২৩ নাগাদ এই ট্যাক্সি দেখতে কেমন হবে ঠিক করা হবে,২৯০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই ট্যাক্সি উড়বে। মাত্র সাত মিনিট চার্জ দেওয়ার পরও ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। আগামী দশ বছরের মধ্যেই বাজারে আসতে চলেছে এই বিশেষ যানটি।

About Author