Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছট পুজো চলাকালীন মন্দিরের দেওয়াল ধস, মৃত্যু ২ মহিলার

ছট পুজো বিহারীদের প্রধান উৎসব বলে সকলেরই জানা। আর এই উৎসব বিহারে বিশাল ধুমধাম করে পালন করা হয়। আর এইসব বড় বড় অনুষ্ঠানেই যতরকম দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই থেকে…

Avatar

ছট পুজো বিহারীদের প্রধান উৎসব বলে সকলেরই জানা। আর এই উৎসব বিহারে বিশাল ধুমধাম করে পালন করা হয়। আর এইসব বড় বড় অনুষ্ঠানেই যতরকম দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই থেকে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে ছট পুজো চলাকালীন এক দুর্ঘটনায় দুই নাবালিকাসহ চারজন মারা গেছেন। আজ রবিবার সকালে সমষ্টিপুরে ছট পুজো চলাকালীন একটি ঘাটের কাছে একটি মন্দিরের দেওয়াল ধসে দুই মহিলার মৃত্যু হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অপর ঘটনায় শনিবার সন্ধ্যায় আওরঙ্গবাদ জেলার সূর্যনগরী দেব এলাকায় একটি নাশকতার কবলে ছেলে ও এক মেয়ে মারা গিয়েছিল। ছয় বছরের বাচ্চা ছেলেটি পাটনার বিহতার এবং আঠার মাসের মেয়েটি ভোজপুরের সাহারের বাসিন্দা।

এ ঘটনায় আরও কয়েকজন ভক্ত আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তাই পুলিশ ও অন্যান্য আধিকারিকরা দ্রুত কাজ করেছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট রাহুল রঞ্জন মহিওয়াল এবং পুলিশ সুপার (এসপি) দীপক বার্নওয়াল ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

About Author