Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগিয়ে দিল যমজ কন্যা, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জী - ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই যমজ কন্যা বেশ নাম করে নিয়েছে। এরা হলো তানি মানি জুটি। এবারে লতা মঙ্গেসকারের 'সাত ভাই চম্পা' গেয়ে যাকে বলে তাক লাগিয়ে দিয়েছে।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী – ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই যমজ কন্যা বেশ নাম করে নিয়েছে। এরা হলো তানি মানি জুটি। এবারে লতা মঙ্গেসকারের ‘সাত ভাই চম্পা’ গেয়ে যাকে বলে তাক লাগিয়ে দিয়েছে। দুজনেই একই রঙের জামা পড়ে, বেশ মাথা নাড়িয়ে নাড়িয়ে সাবলীল ভাবে এগিয়ে চলেছে এমন একটি শক্ত গান। গানের সঙ্গে চলছে মিউজিকও। মিউজিকের সঙ্গে তারা গলা মেলাতেও তারা দিব্যি পটু।

এর আগেও অনেক গুলি গান খুব সাবলীলভাবে গিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছিল। এবারেও তার অন্যথা হয়নি। এমন চোখমুখের কায়দা করে গান গাইছে যেন তারা একেবারে সত্যি কারের সংগীতশিল্পী হয়ে উঠেছে। তবে একথা মানতেই হয় তাদের গান গাওয়ার দক্ষতা মানুষের মনকে জয় করবেই। তারা মানুষের মনকে জয় করতেও সক্ষম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের গান পোস্ট হওয়ার সাথে সাথেই লাইক, শেয়ারের ঝড় উঠে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author