মধ্যপ্রদেশ: যারা জঙ্গল ভালবাসে, তাদের কাছে বাঘ দেখার ইচ্ছেটা একটা নেশার মত। যদিও সহজেই যে বাঘ রাবাজির দেখা পাওয়া যায় না, এমনটা বলাই বাহুল্য। এমনকি বাঘ দেখতে গেলে প্রয়োজন অনেকটা ধৈর্য্য এবং সহ্যশক্তির। এই দুই যদি না থাকে, তাহলে আপনি হাজার জঙ্গল ভালবাসলেও জঙ্গলে যাওয়া আপনার বৃথা। কারণ, বাঘ মামার দেখা ভাগ্য করলেই পাওয়া যায়। এটা সকলের ভাগ্যে জোটে না। কিন্তু এ কথাটা কিছুটা হলেও বান্ধবগড়ের জঙ্গলের ক্ষেত্রে খাটে না। কারণ, মধ্যপ্রদেশের এই জঙ্গল বাঘ মামাদের স্বর্গরাজ্য। এখানে গেলে আপনি লেপার্ড দেখতে পাবেন। এর আগেও অনেকেই এই জঙ্গলে এসে ল্যাপার্ডের দেখা পেয়েছে। সম্প্রতি এই বান্ধবগড়ের টাইগার রিজার্ভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আপনি যদি এখনও না দেখে থাকেন, তাহলে চটপট দেখে নিন। তা না হলে কিন্তু মিস করবেন।
গাছের ডালে সঙ্গম, তবুও শিকারি দৃষ্টি সজাগ, ভাইরাল দুই ল্যাপার্ডের মজাদার ভিডিও
মধ্যপ্রদেশ: যারা জঙ্গল ভালবাসে, তাদের কাছে বাঘ দেখার ইচ্ছেটা একটা নেশার মত। যদিও সহজেই যে বাঘ রাবাজির দেখা পাওয়া যায় না, এমনটা বলাই বাহুল্য। এমনকি বাঘ দেখতে গেলে প্রয়োজন অনেকটা…

আরও পড়ুন