ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটির নাম ‘ইটস ডেইজি এইজি’। এই দুই বোন মিলেই চালান পেজটি। সম্প্রতি এই দুই সুন্দরী বোনকে ‘কাঁচা বাদাম’ গানে নাচতে দেখা গিয়েছে। গতবছরের শেষের দিকে বীরভূমের ভুবন বাদ্যকর নিজের ‘কাঁচা বাদাম’ গানের জন্য জনপ্রিয় হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার গান ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে। এমনকি সোশ্যাল মিডিয়ার কিছু উঠতি সঙ্গীত শিল্পীর সাথে গানও গেয়ে ফেলেছেন তিনি। সম্প্রতি বাদাম কাকুর সেই জনপ্রিয় গানেই নেচেছেন এই দুই বোন। আকাশী রঙের শিফন শাড়িতে ও কালো মানানসই ব্লাউজে সেজেছিলেন তারা। একজন স্লিভলেস ও অন্যজন থ্রি কোয়ার্টার ব্লাউজে সেজে উঠেছিলেন।সোশ্যাল মিডিয়ায় এনারা ভালোই অ্যাক্টিভ। প্রায়ই এমন ধরনের নাচের ভিডিও তারা শেয়ার করে থাকেন, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। তারা যে এমন ধরনের রিল ভিডিও বানাতে অভ্যস্ত, তা বোঝা যায়। নেটদুনিয়াতে তাদের ফলোয়ার্স সংখ্যা বেশ অনেকটাই। তাদের বানানো প্রতিটা রিল ভিডিওর ভিউজও হয় ভালোই।
Viral: ‘কাঁচা বাদাম’ গানে দুর্দান্ত ভঙ্গিতে নেচে নেটিজেনদের মন জয় করল দুই বোন, তুমুল ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া…

আরও পড়ুন