Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের দেহে পাওয়া গেছে দুটি ক্ষতের দাগ, তৈরি হয়েছে নতুন রহস্য

সুশান্তের মৃতদেহের কিছু ছবি সিবিআইয়ের হাতে তুলে দিলেন সুশান্তের পারিবারিক উকিল বিকাশ সিং। ছবিগুলি দেহের ডান ও বাম উভয় দিক থেকেই নেওয়া হয়েছে। একটি ছবিতে সুশান্তের গলায় থাকা দুটি দাগকে…

Avatar

সুশান্তের মৃতদেহের কিছু ছবি সিবিআইয়ের হাতে তুলে দিলেন সুশান্তের পারিবারিক উকিল বিকাশ সিং। ছবিগুলি দেহের ডান ও বাম উভয় দিক থেকেই নেওয়া হয়েছে। একটি ছবিতে সুশান্তের গলায় থাকা দুটি দাগকে চিহ্নিত করা হয়েছে। দাগদুটির মধ্যে কিছুটা অন্তর রয়েছে।আবার আর একটি ছবিতে সুশান্ত তথাকথিত আত্মহত্যায় যে সবুজ রঙের কাপড় ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছিল, সেটি দেখা যাচ্ছে না। অন্য একটি ছবিতে দুই দাগের মাঝে একটা গোল আঁচরের দাগও দেখা যাচ্ছে।বিকাশ সিং জানান সুশান্তের দেহের পোস্ট মর্টেমের ৭০ টি ছবি নেওয়া হয়, যার কপি বর্তমানে সিবিআই এর হাতে রয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টেও রয়েছে বেশ কিছু ভ্রান্তি। এই সমস্ত বিষয় খতিয়ে দেখে সিবিআই জানাবেন যে এর মধ্যে ঠিক কী ভুল হয়েছে।
About Author