কৌশিক পোল্ল্যে: যুগের সাথে তাল মিলিয়ে নৃত্যের তাল ও ছন্দও আধুনিক রূপ নিয়েছে। বিভিন্ন রকম কলাকুলশীর মাধ্যমে নিজের প্রতিভাকে প্রদর্শন করাও সম্ভব নৃত্যের দ্বারা। নাচের তালে তালে রীতিমতো তাক লাগিয়ে দেন অনেকেই, তাদের মধ্যে সামিল এই দুই নতুন যুগের তরুনী।
দুই তরুনী একসঙ্গে একই নৃত্য প্রদর্শন করছেন। ভিডিওটি সোশালে আপলোড হওয়ার পরপরই প্রচুর রেসপন্স পেতে শুরু করে। ভিডিয়োতে দেখা যাচ্ছে উভয়েই মনমুগ্ধকর নাচ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পিঠ দেখিয়েই নাচে সকলকে মুগ্ধ করলেন এই তরুনী, দেখুন ভাইরাল ভিডিও
নাচের ছন্দে সকলের মনজয় করে এদের ভিডিও এখন ভাইরালের লিস্টে। কী অসম্ভব যুগলবন্দী দুজনের, একইসঙ্গে প্রতিটি স্টেপ নিঁখুতভাবে ফুটিয়ে তুলছেন উভয়েই। এই দুই তরনী শারীরিক ভঙ্গিমায় হিল্লোল তোলা নৃত্যের প্রশংসা করেছেন সকলেই। এদের নাচের ভিডিওটি দেখে নিন আপনিও।