জম্মু জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুই সেনা জওয়ান। দুই সেনা জওয়ানদের মধ্যে একজন মেজর পদমর্যাদার আধিকারিক। ইতিমধ্যেই ওই দুই সেনা জওয়ানদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর গতকাল দুপুরে রাজৌরির নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ফরওয়ার্ড লোকেশনে টহল দেওয়ার সময় তারা বিস্ফোরণের কবলে পড়েন। সেনাবাহিনীর ১৬ গ্রেনেডিয়ার্সের মেজর বরুণ খাজোরিয়া এবং সুবেদার ঈশ্বর সিং দুজনেই এই বিস্ফোরণে গুরুতর আহত হন। ল্যান্ডমাইন ফেটে দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতাল পাঠানো হয়।কিন্তু কারা এই ল্যান্ড মাইন পুতে রেখেছিলো সেই হদিশ এখনো মেলেনি। কিন্তু ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।