Dravid in the dressing room & declaring when Batsman are nearing a double ton isn't a new thing. 🙄🤦🏻♂️
— Anurag Rekhi (@Dravidict) March 5, 2022
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে স্বার্থপর ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এই প্রসঙ্গে বিরাট কোহলির অধিনায়কত্বে এর সাথে তুলনা করেছেন তারা। বিরাট কোহলির অধিনায়কত্বে একাধিকবার দেখা গেছে, জুনিয়র ক্রিকেটারদের অর্ধশতক কিংবা শতক করার সুযোগ করে দিতে নিজের মাইলফলক স্পর্শ করেনি তিনি। আর সেখানেই বিরাট কোহলির সাথে রোহিত শর্মার পার্থক্য বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকি রোহিত শর্মাকে স্বার্থন্বেষী ক্রিকেটার বলে ঘোষণা করেছে তারা। রোহিত শর্মার সাথে একই দোষে দোষী হয়েছেন রাহুল দ্রাবিড়। কারণ সেই মুহূর্তে রবীন্দ্র জাদেজা সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ব্যাটিং করছিলেন। হয়তো জীবনের প্রথম এবং শেষ ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন তিনি।Why was Jadeja not allowed to score 25 more runs?? He can’t score 200 every second match. And it’s just second day of the match. Really disappointing!! #INDvSL #Jadeja
— Ishan Yadav Mahal (@BeingIshanCric) March 5, 2022
এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে নিয়ে একাধিক ধিক্কারজনক লেখালেখি করেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মতে, সবেমাত্র দ্বিতীয় দিনের খেলা চলছিল। ভারতের হাতে ছিল উইকেট। দ্বিতীয় দিনের খেলা তখনো ৪০ ওভার বাকি ছিল। স্বাচ্ছন্দে ব্যাটিং করছিলেন রবীন্দ্র জাদেজা। তাহলে হঠাৎ কেন ইনিংস ডিক্লেয়ার করার ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা? টেস্ট ক্রিকেটে ওভারের বাধ্যবাধকতা নেই। ব্যাটসম্যানরা চাইলে যতক্ষণ ইচ্ছা ব্যাটিং করতে পারেন। এমনটা নয় যে, ইনিংস ডিক্লেয়ার না করলে জয় নিশ্চিত করা সম্ভব নয়। তাহলে কেন রবীন্দ্র জাদেজার সাথে শত্রু সুলভ আচরণ করলেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা?I wish India went on till Jadeja scored a 200
— Ajay Srinivasan (@Ajaychairman) March 5, 2022
Half-an-hour more, he would hv got to 200 & India would hv posted 600+
See no urgency to declare. India have enough time to bowl SL out not twice but thrice. #IndvSL