Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৬ দিন পর অনশনের ইতি, শিক্ষামন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আলোচনায় পার্শ্বশিক্ষকরা

১১ নভেম্বর থেকে চলে আসা অনশন আন্দোলনের ইতি ঘটলো আজ। অবশেষে ২৬ দিন পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে সাড়া আলোচনায় বসতে সম্মত হলো পার্শ্বশিক্ষকরা। তুলে নেওয়া হলো অনশন। আগামীকাল দুপুর…

Avatar

১১ নভেম্বর থেকে চলে আসা অনশন আন্দোলনের ইতি ঘটলো আজ। অবশেষে ২৬ দিন পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে সাড়া আলোচনায় বসতে সম্মত হলো পার্শ্বশিক্ষকরা। তুলে নেওয়া হলো অনশন। আগামীকাল দুপুর ১ টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথা অনশনরত পার্শ্বশিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিদের।

গত শুক্রবার আলোচনায় বসতে চেয়ে শিক্ষামন্ত্রীর সময় চেয়েছিলেন আন্দোলনকারীরা। অন্যদিকে, শিক্ষামন্ত্রী প্রথম থেকেই আলোচনায় বসার জন্য পার্শ্বশিক্ষকদের আহ্বান জানিয়ে এসেছেন। আগামী বুধবার দুপুর ১ টায় সময় দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্শ্বশিক্ষক সংগঠনের আশা এই আলোচনায় তাদের সমস্যার সুরাহা হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা। গত ১১ নভেম্বর হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিকাশ ভবনের উল্টোদিকের ফুটপাতে অনশনে বসেন তাঁরা। তাঁদের দাবি, একজন নিয়মিত শিক্ষকের মতোই বিদ্যালয়ের সমস্ত কাজই করতে হয় তাঁদের। এমনকি যেতে হয় ভোটের ডিউটিতেও। তাই নিয়মিত শিক্ষকের সমান বেতনের দাবিতে এই অনশন আন্দোলনে সামিল হন তাঁরা।

About Author