যে আবাসন প্রকল্প গুলি বন্ধ হয়ে গেছে সেই প্রকল্পগুলি নতুন করে শুরু হতে চলেছে। নতুন করে প্রকল্পগুলিকে চাঙ্গা করতে প্রায় ১০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য দেবে কেন্দ্র। এলআইসি ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ১৫ হাজার কোটি টাকা। পেনশন ফান্ড ও সভরেইন ফান্ড ও প্রকল্পের টাকা দেবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন ১৬০০ আবাসন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, সেগুলিকে আবার নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করেছে কেন্দ্র। মধ্যবিত্তের যাতে স্বাদ ও সাধ্য দুটোই একসঙ্গে পরিপূর্ণ হয় সেই দিকে খেয়াল রাখতে চলেছে কেন্দ্র সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর্থিক বাজারকে চাঙ্গা করতে সম্প্রতি কর্পোরেট কর কমিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় অর্থনীতিকে ঠিকঠাক অবস্থায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বেশ তৎপর হয়ে উঠেছে।