Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TVS ইলেকট্রিক স্কুটারের ডিসপ্লে-তে খেলা যাবে গেম, চলবে ইউটিউব, জেনে নিন বিস্তারিত

এবার আর প্রয়োজন নেই স্মার্টফোনের। কারণ, ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা TVS তার গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কুটার লঞ্চ করেছে। যাতে এমন একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা দেখলে রীতিমতো অবাক…

Avatar

এবার আর প্রয়োজন নেই স্মার্টফোনের। কারণ, ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা TVS তার গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কুটার লঞ্চ করেছে। যাতে এমন একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা দেখলে রীতিমতো অবাক হবেন আপনিও। TVS X নামের এই ইলেকট্রিক স্কুটারটি সংস্থা নতুন XLETON প্ল্যাটফর্মের উপর ভিত্তি নির্মাণ করেছে। মূলত 2018 সালে প্রদর্শিত কনসেপ্টের উপর নির্ভর করে এই সুপার স্কুটার লঞ্চ করেছে TVS।

ক্রমবর্ধমান এই ধরনের স্কুটারে চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার ফলে TVS X নামের এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে সংস্থা। আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে র‍্যাডিক্যাল টুইন স্পার স্টাইল অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। রিয়ার সাসপেনশনটি অফসেট মোনোশকের ন্যায় আকার ধারণা করেছে। যা স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গ্রাহকদের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

TVS ইলেকট্রিক স্কুটারের ডিসপ্লে-তে খেলা যাবে গেম, চলবে ইউটিউব, জেনে নিন বিস্তারিত

শুধুমাত্র ডিজাইন নয়, বৈশিষ্ট্যগত দিক থেকে বর্তমানে ভারতের বাজারে প্রাপ্ত একাধিক ইলেকট্রিক স্কুটারকে পেছনে ফেলেছে TVS X। শুরুতেই যদি এই ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে এতে 4.4 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক পাবেন গ্রাহকরা। যা একবার সম্পূর্ণ চার্জে 140 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 105 কিলোমিটার গতিতে চলতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

TVS ইলেকট্রিক স্কুটারের ডিসপ্লে-তে খেলা যাবে গেম, চলবে ইউটিউব, জেনে নিন বিস্তারিত

এছাড়া, মাত্র 2.6 সেকেন্ডে TVS X ইলেকট্রিক স্কুটারটি 80 কিলোমিটার গতি তুলতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। শুধু তাই নয়, মাত্র 3 ঘন্টায় ব্যাটারিটি সম্পূর্ণ চার্জিং করা সম্ভব বলেও জানানো হয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে একটি অ্যাডজাস্টেবল 10.2 ইঞ্চির কালার প্যানারামিক টিএফটি স্ক্রিন। যার মাধ্যমে ইউটিউব সহ গেম খেলতে পারবেন গ্রাহকরা। এছাড়া, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সিস্টেম, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল ওডোমিটার, ওয়েদার আপডেট,ABS ব্রেকিং সিস্টেম সহ একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য দেখা যাবে TVS X ইলেকট্রিক স্কুটারে।

About Author