Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TVS Raider বাইককে প্রতিযোগিতায় ফেলবে Bajaj Discover 150cc? জেনে নিন নতুন কি আছে বাজাজের বাইকে

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

Avatar

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। এই কথা বিচার করে বলা যায় ভারতের বুকে বাজেট মূল্যের বাইক কোম্পানির মধ্যে অন্যতম হলো বাজাজ।

বাজেট রেঞ্জের বাইকের কথা বলতে গেলে বাজাজ কোম্পানির একটি বাইক মন জয় করেছে সকলের। তবে ২০১৫ সালের এই বাইকটি মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। বাজেট রেঞ্জের মহারাজ ডিসকভার ১৫০ বাইকটি আবার নতুন রূপে আসতে চলেছে। আগে এই বাইক ১০০ সিসি সেগমেন্টে পাওয়া যেত। ওই বাইকের তুলনায় এই বাইকের পাওয়ার ফিগার অনেকটাই ভাল হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bajaj Discover 150 বাইকটির বৈশিষ্ট্য উন্নত এবং হাই-টেক হতে পারে। এতে ডিজিটাল ডিসপ্লের সুবিধাও পাওয়া যাবে। এই ডিসপ্লেতে ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ওডোমিটার, নেভিগেশন, রিয়েল টাইম লোকেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ক্লক এবং ইন্ডিকেটর লাইট দেওয়া যেতে পারে। নিরাপত্তার জন্য, এতে সিঙ্গেল চ্যানেল ABS সহ উভয় টায়ারেই ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। এই বাইক একবার লঞ্চ করলে ব্যাপক প্রতিযোগিতায় পড়বে বেশ কয়েকটি কোম্পানির বাইক। বিশেষ করে TVS Raider 150 বাইকটি কঠিন প্রতিযোগিতায় পড়বে।

About Author