Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৩৪০০ টাকা কিস্তিতে TVS-এর সবচেয়ে আশ্চর্যজনক বাইকটি বাড়িতে নিয়ে যান, মাইলেজে Pulsar-কে ব্যর্থ করবে

টিভিএস কোম্পানি টু হুইলার বাইক সেগমেন্টের সব থেকে জনপ্রিয় কোম্পানি গুলির মধ্যে একটি। যদি এই কোম্পানিটি কম মূল্যের মধ্যে ভারতীয়দের জন্য নিয়ে এসেছে একটি নতুন বাইক যার নাম দেওয়া হয়েছে…

Avatar

টিভিএস কোম্পানি টু হুইলার বাইক সেগমেন্টের সব থেকে জনপ্রিয় কোম্পানি গুলির মধ্যে একটি। যদি এই কোম্পানিটি কম মূল্যের মধ্যে ভারতীয়দের জন্য নিয়ে এসেছে একটি নতুন বাইক যার নাম দেওয়া হয়েছে TVS RAIDER। এই বাইকে আপনারা অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন এবং পাবেন আকর্ষণীয় ডিজাইন। এই বাইকটি খুব কম দামে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই বাইকে আপনি এমন কিছু ফিচার পাবেন যা হয়তো আপনি এই দামের মধ্যে কোন বাইকে পান না। পালসার বাইকটির সাথে সরাসরি প্রতিযোগিতা করে এই নতুন বাইক। সাশ্রয়ী মূল্যের EMI প্ল্যানের সাথে এই TVS RAIDER বাইকটি আপনি কিনতে পারবেন খুবই সহজে।

এই বাইকের সবথেকে বড় ফিচারটি হল তার দুর্দান্ত ইঞ্জিন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল থ্রি ভালভ ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭৫০০ RPM গতিতে ১১.২ BHP শক্তি উৎপন্ন করতে পারে এবং ৬০০০ RPM গতিতে ১১.২ NM সর্বাধিক টরক জেনারেট করতে পারে। এই বাইকে একটি ফাইভ স্পিড ট্রান্সমিশন দেওয়া হয়েছে। এই বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার এবং সর্বোচ্চ গতিবেগ ৯৯ কিলোমিটার প্রতি ঘন্টা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকের অন্যান্য ফিচার এর মধ্যে অন্যতম হলো দুর্দান্ত লাইটিং সেটআপ। এই বাইকটির সামনের দিকে হেডলাইট এতটাই সুন্দর, যে হেডলাইট এই বাইকের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার স্টার্ট ও স্টপ ফিচার। এই বাইকে দুটি ড্রাইভিং মোড রয়েছে, ইকো এবং পাওয়ার। এটি হলো তার সেগমেন্টের প্রথম বাইক যেখানে সিটের ভিতরে স্টোরেজ অপশনটি রয়েছে যা অন্য কোন গাড়িতে পাওয়া যায় না। এছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটির সাথে রয়েছে চমৎকার কানেকশন সেটআপ। এর পাশাপাশি এই বাইকে আপনারা ভয়েস অ্যাসিস্ট ফাংশন এবং TFT ডিসপ্লে পেয়ে যাবেন।

ভারতের বাজারে এই বাইকের দাম ১.১০ লক্ষ টাকা থেকে শুরু হয়। এই বাইকের অন রোড প্রাইস হবে ১.২৩ লক্ষ টাকা। আপনি মাত্র ১০,৯৯৯ টাকার ডাউন পেমেন্ট দিয়ে এই বাইকটি বাড়িতে নিয়ে যেতে পারেন। এরপরে আপনাকে ৮ শতাংশ সুদের হার সহ পরবর্তী তিন বছরের জন্য ৩,৪৩৪ টাকা করে ইএমআই দিতে হবে।

About Author