আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সকলেই বর্তমানে একটি বাজেট মূল্যের বাইক কেনার কথা ভাবছেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক বাইক সমন্ধে আপনাদের জানাবো।
টিভিএস কোম্পানি বরাবর ১২৫ সিসি সেগমেন্টে বাজেট মূল্যে বিভিন্ন অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ বাইক লঞ্চ করে থাকে। বর্তমানে কমবয়সীদের প্রথম পছন্দ টিভিএস। এবার স্পোর্টস ক্যাটাগরি ছেড়ে ডেইলি কমিউটার বাইক আনছে টিভিএস কোম্পানি। এই বাইকটি প্রতিযোগিতায় ফেলবে যেকোনো বাজেট মূল্যের বাইককে। এই বাইকটি হল TVS Fiero। এটি ১২৫ সিসি ইঞ্জিন বেসে লঞ্চ করছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি এই TVS Fiero আগেও লঞ্চ হয়েছিল। তবে সেটি তেমন জনপ্রিয়তা পায়নি। এবার স্পোর্টস আদলে নির্মিত হবে ডেলি কমিউটিটর বাইক। আসলে কিছুদিন আগে লঞ্চ করেছে Honda Shine 100। আর এই বাইক বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে। আর সেই দেখেই এবার আবার লঞ্চ হবে TVS Fiero। এতে থাকবে BS6 ১২৫ সিসি ইঞ্জিন। নিরাপত্তার জন্য এতে থাকবে ডিস্ক এবং ড্রাম ব্রেক পাবে। অ্যান্টি ব্রেকিং সিস্টেমের সাথে টিউবলেস টায়ার পাওয়া যাবে। এটি একটি এয়ার-কুলড ইঞ্জিন পাবে যা দীর্ঘ দূরত্বে বাইক গরম হতে দেবে না। এই বাইকটির এক্স শোরুম মূল্য হবে মাত্র ৮০,০০০ টাকা। এই বাইক ৬০ kmpl মাইলেজ দেবে। এই বাইক লঞ্চ করলে যে ব্যাপক জনপ্রিয়তা পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।