বাজাজের তরফ থেকে ইলেক্ট্রিক স্কুটার “চেতক” এর পর বাজারে আসতে পারে টিভিএস এর ইলেক্ট্রিক স্কুটার যেটি হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। সোশ্যাল মিডিয়ার প্রকাশিত একটি ভিডিওতে যদিও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি তবে সম্ভবত এটি টিভিএস ক্রেয়নের ওপর ভিত্তি করেই তৈরি হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখনও পর্যন্ত এই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত স্কুটারটি হল “জুপিটার”, আগত স্কুটারটির কিছু বৈশিষ্ট্য এর মতো হতে পারে এতে উৎপাদন খরচ অনেকটাই কম হবে। তবে আরও কিছু উন্নত বৈশিষ্ট্য এতে যোগ করা হবে। এখনকার দুই চাকার স্কুটারের বাজারে সবচেয়ে বড়ো সমস্যা হল দাম এবং বৈশিষ্ট্য। প্রতিদ্বন্দ্বিতার বিচারে এটি বাজাজ চেতকের একদম বিপরীতেই রয়েছে।
আরও পড়ুন : শুরুতেই কয়েক হাজার টাকা ছাড়, বাজারে এল রয়্যাল এনফিল্ড বিএস-6 হিমালয়ান
অটোমেটিক স্টার্ট, এমারজেন্সি অ্যালার্ট ছাড়াও এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য গুলি হল- ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর, স্টেপ আপ সিট, ফ্রন্ট ডিস্ক ব্রেক, সিট স্টোরেজ ইত্যাদি। যেহেতু এই স্কুটার সম্পর্কে খুব সামান্যই নজরে এসছে তাই এটির দাম সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।