Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BSNL এর এক সংযোগেই হবে টিভি ও ভিডিও কল

তড়িৎ ঘোষ : ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এটি এখন লোকসানে চলছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল তারা কর্মী ছাঁটাই করতে চলেছে। লাভের মুখ দেখার জন্য একগুচ্ছ…

Avatar

তড়িৎ ঘোষ : ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এটি এখন লোকসানে চলছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল তারা কর্মী ছাঁটাই করতে চলেছে। লাভের মুখ দেখার জন্য একগুচ্ছ নতুন প্ল্যান আনতে চলেছে সংস্থাটি।

সেরকমই একটি প্ল্যানের অঙ্গ হিসাবে ‘ভারত ফাইবার’ লাইন পাতার কাজ চলছে বিভিন্ন শহরে। কলকাতা সে দিক থেকে একটু এগিয়ে। এই সংযোগ নিলে গ্রাহকরা টিভির পাশাপাশি ভিডিও কল করতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা মহানগরীর বুকে বিএসএনএলের সিম ব্যবহারকারী গ্রাহক সংখ্যা প্রায় ১৬ লক্ষ। বিএসএনএলের ল্যান্ড ফোন ব্যবহার করেন প্রায় চার লাখের মত গ্রাহক। গত অর্থবর্ষে লাভের তুলনায় খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। সংস্থাটির অনেক কর্মী স্বেচ্ছা অবসর নিয়েছেন।

ট্রাই এর রিপোর্ট অনুযায়ী অন্যান্য সংস্থার থেকে বিএসএনএলের ইন্টারনেটের গতি অনেক বেশি। এছাড়াও বিএসএনএলের কল ড্রপ সমস্যাও অনেক কম।

বিএসএনএলের কলকাতা বিভাগের প্রধান বিশ্বজিৎ পাল জানান “খুব শীঘ্রই আমাদের ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে এর সাথে টু জি ও থ্রি জি থাকছেই।

তার জন্য উপযুক্ত পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে”। বিএসএনএলের প্রতিদ্বন্দ্বী জিও সেট টপ বক্স আনতে চলেছে তাই জিও এর আগেই বিএসএনএল ভারত ফাইবার চালু করতে চায় বাজার ধরার জন্য।

About Author