জ্যোতিষ

Tulshi Plant Rules: বাড়িতে এই ধরনের তুলসী গাছ কখনই লাগানো শুভ নয়, জেনে নিন গাছ লাগানোর নিয়ম

×
Advertisement

যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মানা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তুলসী পাতা সন্তুষ্ট করে নারায়ণকে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে বেশকয়েকটি নিয়ম আবশ্যিকভাবে মেনে চলা প্রয়োজন অন্যথায়, তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে পরিবারে। তুলসী গাছ বাড়িতে রাখলে নিম্নোক্ত এই নিয়মগুলি সর্বদা মেনে চলাই শ্রেয়। ভুলেও এর অন্যথা ঘটলে সংসারে আসে অশুভ ছায়া।

Advertisements
Advertisement

নিয়ম:

Advertisements

১) কখনোই অন্ধকার বাড়িতে কিংবা অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, অন্যথায় সংসারে ঘনিয়ে আসতে পারে অন্ধকার অর্থাৎ অমঙ্গল।

Advertisements
Advertisement

২) সর্বদা বাড়ির খোলা জায়গায় তুলসী গাছ লাগাতে উচিৎ। বন্ধ জায়গায় তুলসী গাছ লাগালে সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়।

৩) রবিবার কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিৎ নয়। পাশাপাশি এদিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলে মানা হয়।

৪) তুলসীর শুকনো পাতা কখনোই ফেলে দিতে নেই। সেটি ধুয়ে তুলসী গাছের মাটিতেই পুঁতে দিতে হয়।

৫) শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিৎ নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে বলেই মানেন সকলে।

৬) বাড়ির দক্ষিণ-পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ লাগানো শুভ হয়না। কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয়।

৭) শুধু মাটিতে তুলসী গাছ লাগানো উচিৎ নয়। সবসময় একটি টবে কিংবা গামলায় তুলসী গাছ লাগাতে হয়।

৮) কাঁটাযুক্ত গাছের ধারে কাছেও তুলসী গাছ রাখা উচিৎ নয়।

৯) তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগানো বাঞ্ছনীয়।

১০) সবসময় আঙুলের ব্যবহার করেই তুলসী পাতা তুলতে হয়। পাশাপাশি বজায় রাখতে হয় সাবধানতাও। কারণ যদি তুলসী পাতা তোলার সময় সেই পাতা ছিড়ে যায় তাহলে, তা অশুভ বলে মানা হয়ে থাকে।

১১) সবসময় চান করেই তুলসী গাছে হাত দিতে হয়। নাহলে হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান সেই তুলসী পাতা গ্রহণ করেন না বলেই মানা হয়ে থাকে।

১২) পুজোর প্রয়োজনে কিংবা শরীরের প্রয়োজনেই শুধুমাত্র তুলসী পাতা তোলা উচিৎ। শুধু শুধু তুলসী পাতা তোলা অশুভ বলেই মানা হয়।

১৩) সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তোলা শুভ হয়না।

১৪) যে বাড়িতে মেয়েদের অসম্মান হয়, সেই বাড়িতে তুলসী গাছ লাগিয়েও কোন লাভ হয় না। কারণ মেয়েদের মা লক্ষ্মীর রূপ হিসেবে মানা হয়। সেক্ষেত্রে মেয়েদের অসম্মান ভগবানকে অসন্তুষ্ট করে।

১৫) যে বাড়ির সদস্যরা অতিরিক্ত মাদক সেবন কিংবা আমিষ খাবার খেয়ে থাকেন সে বাড়িতে তুলসী রাখা উচিৎ নয়। কারণ অতিরিক্ত মাদক সেবন ও আমিষ জাতীয় খাবার খেয়ে তুলসী গাছে হাত দিলে তা অশুভ হয়। সেক্ষেত্রে পুজো করেও কোনো সুফল মেলে না।

Related Articles

Back to top button