Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled: আজ হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল অসংখ্য লোকাল ট্রেন, দেশজুড়ে চলবে না ৩৩২ ট্রেন

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ৩৩২টি ট্রেন বাতিল করেছে। ট্রেন বাতিলের কারণগুলি হল কুয়াশা, ঠান্ডা, রক্ষণাবেক্ষণ চালু হওয়া। ভারতীয় রেলওয়ে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করেছে। বিশেষ করে কুয়াশার কারণেই বাতিল হচ্ছে ট্রেনগুলি। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

এছাড়া আপনাদের জানিয়ে রাখি আজ শনিবার বাংলায় প্রচুর লোকাল ট্রেন বাতিল হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ দুই ডিভিশনেই ট্রেন বাতিল হয়েছে। বাংলায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা দেখে নিন এখানেই।

পার্ক সার্কাস স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির জন্য ট্রেন বাতিল:

১) বজবজ শাখা: ডাউন ৩৪১৬৪/আপ ৩৪১৬৩।

২) ডায়মন্ড হারবার শাখা: ডাউন ৩৪৮৫৮/আপ ৩৪৮৫৭।

৩) লক্ষ্মীকান্তপুর শাখা: ডাউন ৩৪৭৫২/আপ ৩৪৭৫৭।

৪) ক্যানিং শাখা: ডাউন ৩৪৫৫২/আপ ৩৪৫৫৭।

কাটোয়া-ব্যান্ডেল শাখায় বাতিল ট্রেন:

১) হাওড়া থেকে বাতিল: ৩৭৯২৫ হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকাল।

২) ব্যান্ডেল থেকে বাতিল: ৩৭৭৫৭ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।

হাওড়া-বর্ধমান শাখায় বাতিল লোকাল ট্রেন:

১) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮৩৬, ৩৬৮৪০, ৩৬৮৫০ এবং ৩৬০১২।

২) বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১২, ৩৭৭৮২, ৩৭৮৩৪, ৩৭৮৩৮ এবং ৩৭৮৪২।

৩) কাটোয়া থেকে বাতিল ট্রেন: ৩৫০১২ (কাটোয়া-বর্ধমান লোকাল)।

৪) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া কর্ড): ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৫১ এবং ৩৬০১১।

৫) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন (ভায়া মেন): ৩৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৭৮১, ৩৭৮২৭ এবং ৩৭৮৩৭।

৬) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৫০১১ (বর্ধমান-কাটোয়া লোকাল)।

About Author