১) দই ও মধু- একটি পাত্রে প্রথমে এক টেবিল চামচ দই ও পরিমাণমতো মধু নিয়ে ভালো করে মিশিয়ে সেটি টানা ১০ মিনিট ধরে গোটা মুখে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। এরপর মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ চোখে পড়বে। এটি ত্বককে হাইড্রেট করে অনেক বেশি উজ্জ্বল করে তোলে।২) আটা ও দই- একটি পাত্রে প্রথমে পরিমাণমতো টক দই ও আটা নিয়ে নিতে হবে। এরপর এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটি গোটা মুখে লাগিয়ে কাঠের পাতলা চামচ দিয়েই গোটা মুখে বেশ কিছুক্ষণ প্রায় ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ঐ কাঠের চামচ দিয়েই ফেসপ্যাকটি পরিষ্কারভাবে তুলে নিতে হবে। এতে মুখে একটা আলাদাই উজ্জ্বলতা আসে। পাশাপাশি মুখে থাকা লোমও উঠে যায়। শেষে পরিষ্কার জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিলেই উজ্জ্বলতা নজরে আসবে।এই দুটি পদ্ধতি সপ্তাহে অন্তত একদিন যদি ত্বকে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে, ত্বকের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। পাশাপাশি ত্বক ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতাও।
Skin Care Tips: পার্লার থেকে ফেসিয়াল করতে হবে না, বাড়িতে এই ২টি জিনিস লাগালে মুখ উজ্জ্বল হবে
বর্তমানে ব্যস্ততার মাঝে সময় বার করে নিজের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেকের পক্ষেই। তবে একেবারেই যদি যত্ন না নেওয়া হয় তবে বিপদ। নিত্য দূষণে ত্বক হয়ে…

আরও পড়ুন