Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TRP তালিকা: বিয়েতেই বাজিমাত! প্রথমবার চ্যানেল টপার ‘মন ফাগুন’, নিজের জায়গা কায়েম রাখলো সকলের প্রিয় ‘মিঠাই’

একদিকে দুর্গা পুজোর মরসুম অন্যদিকে ক্রিকেট প্রেমীদের প্রিয় আইপিএল শুরু হয়েছে। সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা তলানিতে। গত সপ্তাহের পর এসপ্তাহেও এখনও ১৫ + টিআরপি তালিকা প্রকাশিত হতে পারেনি৷…

Avatar

By

একদিকে দুর্গা পুজোর মরসুম অন্যদিকে ক্রিকেট প্রেমীদের প্রিয় আইপিএল শুরু হয়েছে। সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা তলানিতে। গত সপ্তাহের পর এসপ্তাহেও এখনও ১৫ + টিআরপি তালিকা প্রকাশিত হতে পারেনি৷ তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে। আর এই তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে।

তবে নাম্বার কমলেও একজনকে প্রথম স্থান থেকে সরানো যায়নি। হ্যাঁ ঠিক ধরেছেন। কার্যত পর পর বলে ছক্কা দিয়ে চলেছে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। গত কয়েক সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকে যে ট্রেন্ড দেখা গিয়েছে, সেই ট্রেন্ডই এবারেও স্থায়ী রয়েছে।
এই সপ্তাহেও টিআরপিতে এগিয়ে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। এই বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে মিঠাই মার্কশিটে ‘ফার্স্ট গার্ল’ হয়ে উঠে এলেও, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা নম্বর কমেছে। এবারেও ১০.৬ টিআরপি নিয়ে প্রথম জায়গায় পাকাপোক্ত জায়গা মিঠাই আর সিডের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টিআরপিতে দু নম্বরে জায়গা করে নিল ‘যমুনা ঢাকি’। ট্রোলিং সঙ্গে থাকলেও জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। এই সপ্তাহে যমুনা আর সঙীতের প্রাপ্ত নম্বর ৮.০। অন্যদিকে শুরুর পর থেকেই টিআরপি তালিকায় নিয়মিত ভালো ফল করছে ‘উমা’। অপরাজিতা অপু-কে পিছনে ফেলে তিন নম্বরে থাকল এই ধারাবাহিক। উমার প্রাপ্ত নম্বর ৭.৭। আর চতুর্থ স্থানে পিছিয়ে গিয়ে অপু আর দীপু। এর প্রাপ্ত নম্বর ৭.৩।

এই সপ্তাহে দারুণ খবর ‘মন ফাগুন’ ভক্তদের জন্য। পুজোর আনন্দ ডবল হয়ে গেল ঋষিরাজ-পিহু ওরফে শন-সৃজলার। শন-সৃজলা অনস্ক্রিন কেমিস্ট্রি স্টার জলসার প্রথমবার চ্যানেল সেরার খেতাব জিতল। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার তরফে সবচেয়ে বেশি রেটিং পেল ‘মন ফাগুন’। এমনকি তালিকাতে সেরা পাঁচে ঢুকে পড়েছে এই ধারাবাহিক। ঋষিরাজ-পিহুর প্রাপ্ত নম্বর ৭.১।

TRP তালিকা: বিয়েতেই বাজিমাত! প্রথমবার চ্যানেল টপার ‘মন ফাগুন’, নিজের জায়গা কায়েম রাখলো সকলের প্রিয় 'মিঠাই'

ষষ্ঠ স্থানে এগিয়ে গিয়েছে করুণাময়ী রাসমনি ধারাবাহিকের উত্তর পর্ব। এই ধারাবাহিকের স্কোর ৭.০। সপ্তম স্থানে পিছিয়ে গিয়েছে ফুলঝুড়ি আর লালন। ধূলোকণা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।পুজোর আবহে কম-বেশি টিআরপি রেটিংয়ে ভাটা সব সিরিয়ালেরই। এই সপ্তাহে সর্বজয়া সোজা অষ্টম স্থানে নেমে গিয়েছে চলতি সপ্তাহে। এদের প্রাপ্ত নম্বর ৬.৭। এই সপ্তাহেসৌগুন ম্যাজিক চলতি সপ্তাহে একদম ফিকে। কোনওরকম প্রথম দশে জায়গা ধরে রাখল এই ধারাবাহিক।  ৬.৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে রয়েছে খড়কুটো। আর দশম স্থানে যৌথ ভাবে রয়েছে গঙ্গারাম আর এই পথ যদি না শেষ হয়। এদের প্রাপ্ত নম্বর ৬.০।

এক নজরে দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা-

১. মিঠাই- ১০.৬

২. যমুনা ঢাকি- ৮.০০

৩.উমা- ৭.৭

৪.অপরাজিতা অপু- ৭.৩

৫.মন ফাগুন- ৭.১

৬.করুণাময়ী রাণী রাসমণি- ৭.০

৭.ধূলোকণা- ৬.৮

৮.সর্বজয়া- ৬.৭

৯.খড়কুটো- ৬.৪

১০.গঙ্গারাম,আমাদের এই পথ যদি না শেষ হয়- ৬.০

About Author