বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ‘মিঠাই’।
চলতি সপ্তাহে জি বাংলার লক্ষ্মী কাকিমার সাথে জোর টক্কর হয়েছে মিঠাইয়ের। মাঝে কয়েক সপ্তাহ পিছিয়ে পরলেও চলতি সপ্তাহে আবারো টিআরপি তালিকার শীর্ষে মিঠাইরানী। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এরপর তৃতীয় স্থানে একসাথে হাড্ডাহাড্ডি লড়াই করে রয়েছে ‘গৌরী এলো’ ও ‘গাঁটছড়া’। চলতি সপ্তাহে ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) মিঠাই (জি বাংলা) : ৮.৫
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) : ৮.০
৩) গৌরী এলো (জি বাংলা): ৭.৯; গাঁটছড়া (স্টার জলসা): ৭.৯
৪) আলতা ফড়িং (স্টার জলসা) : ৭.৭
৫) ধূলকণা (স্টার জলসা) : ৭.৫
৬) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা): ৬.৩, মন ফাগুন (স্টার জলসা): ৬.৩
৭) উমা (জি বাংলা) : ৬.২
৮) এই পথ যদি না শেষ হয় (জি বাংলা) : ৬.০
৯) এক্কা দোক্কা (স্টার জলসা) : ৫.৮
১০) খেলনা বাড়ি (জি বাংলা) : ৫.৬
সম্প্রতি স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে ‘এক্কা দোক্কা’। তবে খুব অল্পসময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই টিআরপি তালিকার ১০’এ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে টিআরপি তালিকা অনুসারে এগিয়ে রয়েছে জি বাংলা। তবে চলতি সপ্তাহে মিঠাইরানী নিজের শীর্ষস্থান ফিরে পাওয়ায় খুশি অনুরাগীরাও।