লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল শিবিরে শুরু হয়েছে ভাঙন। দলের ভিতর থেকে বেরিয়ে এসেছে একের পর এক ক্ষোভ। একাধিক নেতা নেত্রী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে বিজেপিতে। এখনো শাসকদলের ভাঙন অব্যাহত। বিজেপি আবার পশ্চিম মেদিনীপুর এর রমজিবনপুর পুরসভা দখল করতে চলেছে। গতকাল, মঙ্গলবার প্রাক্তন পুরপ্রধান ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। ফলে বিজেপির হাতে এল মত ৬ টি ওয়ার্ড। এখানে মোট ওয়ার্ড ১১ টি। এর আগেও অনেকগুলি পুরসভার দখল নিয়েছিল বিজেপি। তবে সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি। অনেকক্ষেত্রেই কাউন্সিলররা আবার তৃণমূল শিবিরে ফিরে গেছেন। এবার শুধু দেখার বিজেপি এই সাফল্য ধরে রাখতে পারে কিনা।
Related Articles
Bank Account: একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা? কি বলছে RBI-এর নতুন গাইডলাইন?
December 15, 2024
Post Office Scheme: মাসে মাসে ২০ হাজার টাকা পেনশন পাবেন, বাম্পার স্কিম নিয়ে এলো পোস্ট অফিস
December 14, 2024